Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Tollywood

Shontaan : পুজো শেষ, তবু ঢাকের তালে নাচলেন মিঠুন!

নতুন বছরের আগেই নতুন গল্প নিয়ে হাজির হবেন পরিচালক রাজ চক্রবর্তী। অনুরাগীদের উৎসাহ চরমে, হবে নাই বা কেন! এবার তারঁ আগামী সিনেমা ” সন্তান” এ দেখতে পাওয়া যাবে এভারগ্রীন সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে, সিনেমার নতুন গান গত ১৬ই নভেম্বর ২০২৪-এ মুক্তি পায়। গানের শীর্ষক “ঠাকুর থাকবে কতক্ষণ”।

গানে দেখতে পাওয়া যায় দুর্গা প্রতিমার সামনে সুপারস্টার মিঠুন ঢাকের তালে নাচে মেতেছেন। দশমীর সময় দেবী বিসর্জনের ওপর গানটা তৈরি মূলত। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি গানে দেখতে পাওয়া যায় বিশ্বজিৎ চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, অনসূয়া মজুমদার আরো অনেকে। সাদা ধুতি পাঞ্জাবিতে নাচে মাতলেন সুপারস্টার।

পুজো শেষ না হতেই, বাঙালির অপেক্ষা শুরু! সেই ভাইবে এই গান! শুনে নিন প্রিয় চট্টপাধ্যায়ের লেখা ও জিৎ গাঙ্গুলীর সুরে, অমিত কুমার এবং জিৎ গাঙ্গুলীর কণ্ঠে এই গান।
প্রায় এক বছর পর মিঠুন চক্রবর্তী ফিরলেন নতুন চমক নিয়ে। কাবুলিওয়ালার পরে এটাই তার প্রথম সিনেমা SVF এর সাথে যেটা এই বছর ডিসেম্বর মাসে ২০ তারিখ মুক্তি পাবে। সিনেমা এ অভিনয় করতে দেখা যাবে এভারগ্রীন সুপারস্টার মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী , শুভশ্রী গাঙ্গুলী, সোহিনী সেনগুপ্ত, অনসূয়া মজুমদার, অহনা দত্ত সহ আরো অনেকে।

ছবিতে দেখা যাবে বয়স্ক বাবা মা দিনের পর দিন লাঞ্ছিত হয় তাঁদের সন্তানের কাছে। পরবর্তী সময়ে বয়স্ক বাবা আইনি পদক্ষেপ নিয়ে কোর্টে মামলা করে নিজ পুত্রের বিরুদ্ধে। আপাতত দেখা বাকি কতটা বাজার দখল করতে পারে রাজ পরিচালিত এই সিনেমা।

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।