Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

উন্মেষ-অপলার নতুন শর্টফিল্ম বলবে ভালবাসার গল্প

ছোট্ট একটা সুখী পরিবারের স্বপ্ন দেখেন বহু মানুষ। কিন্তু সেই ছোট্ট সুখী পরিবারই যদি আঘাত পায় আচমকা! ঠিক কেমন হয় দিনগুলো?

ভালোবাসার গল্প নিয়ে আসছে নবাগত পরিচালক আর চট্টোপাধ্যায়ের নতুন শর্টফিল্ম ‘শ্রুতিমধুর’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ইউটিউবার উন্মেষ গাঙ্গুলী। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী অপলা চৌধুরী। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এল আজ।
ছবির মুখ্য দুই চরিত্রের নাম অর্ণব (উন্মেষ গাঙ্গুলী) এবং শ্রুতি (অপলা চৌধুরী)। তাদের সাতবছরের আপাত সুখী দাম্পত্যজীবনে রয়েছে আরো এক ছোট্ট জীবনের অস্তিত্ব। বছরদুয়েকের একটি শিশুকন্যা আছে তাদের।

সুখের এই সংসার হঠাৎই সম্মুখীন হয় এক বেপরোয়া ঝড়ের। হঠাৎ অতীতের একটি কল আসে শ্রুতির ফোনে। তারপরেই একটা দ্বিধা ঘিরে ধরে তাদের। প্রতিশ্রুতি এবং বিশ্বাসঘাতকতার মাঝে আটকা পড়ে যায় সম্পর্কের গল্পগুলো।

ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে৷ উন্মেষ এবং অপলা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীভান্সী ও অপ্রতীম চট্টোপাধ্যায়। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন শিল্পী ঈশান মিত্র। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক।

‘নিও স্টুডিওস’-এর ব্যানারে ছবিটির প্রযোজনা করেছেন সপ্তাশ্ব বসু। সম্প্রতি হয়ে গেল এই ছবিটির স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন টলিউডের একাধিক নামকরা অভিনেতা অভিনেত্রী।

পরিচালক আর চট্টোপাধ্যায় জানান, ‘এই ছবিটি তিনটি মানুষের জীবনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে। প্রতিটি মানুষের জীবনের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। খুব মিষ্টি একটা গল্প এই ‘শ্রুতিমধুর’। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

প্রযোজক সপ্তাশ্ব বসু বলেন, ‘নিও স্টুডিওস থেকে নবাগত পরিচালক, অভিনেতাদের লঞ্চ করতে খুব ভালো লাগছে। প্রতিটি চরিত্রে প্রত্যেকে দারুণ পারফর্ম করেছে।’

সম্পর্কের টানাপোড়েনের গল্পগুলো অধিকাংশ সময়ই মন ছুঁয়ে যায় দর্শকদের। আশা করা যায়, এই নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবিটিও তার ব্যতিক্রম হবে না একেবারেই। খুব শীঘ্রই এই ছবি মুক্তি পেতে চলেছে একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।