Afran Nisho: নিশোকে ঘিরে শোনা গেল সুখবর! কী সেই খবর?

দুই বাংলায় যথেষ্ট জনপ্রিয় বর্তমান সময়ের প্রথমসারির অভিনেতা আফরান নিশো। ওপার বাংলার নাটক হোক, বা দুই বাংলার ওয়েবসিরিজ, সবেতেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন অভিনয় দিয়ে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তাঁর কাজ নজর কেড়েছে বিভিন্ন সময়ে। এবার তাঁকে ঘিরেই শোনা যাচ্ছে সুখবর।

গত প্রায় তিনদশক ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত বিখ্যাত প্রযোজনা সংস্থা SVF। বাংলাদেশেও গত দু’দশক ধরে প্রযোজনার কাজ করছে Alpha-i Studios Limited। তাদের মিলিত উদ্যোগে এবার বাংলাদেশে শুরু হল ‘SVF Alpha-i Entertainment Limited’-এর যাত্রা। যাত্রার শুরুতেই ধামাকা একটি সংবাদ দিল তারা।

গতবছর ঈদ-উল-আধায় বাংলাদেশের ‘চরকি’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল আফরান নিশো অভিনীত ব্লকবাস্টার ছবি ‘সুড়ঙ্গ’। ছবিটি প্রযোজনা করেছিল Alpha-i। তারপরে ফের একবছর পর শোনা গেল খুশীর সংবাদ। ফের বড়পর্দায় দেখা যেতে চলেছে আফরান নিশোকে। জানা গিয়েছে, ‘SVF Alpha-i Entertainment Limited’-এর ব্যানারে দু’খানা ছবিতে সই করেছেন অভিনেতা। রুপোলী পর্দায় নিশোর এই প্রত্যাবর্তনে ভক্তরা খুশী হয়েছেন স্বাভাবিকভাবেই।

শোনা যাচ্ছে, একটি বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মও যুক্ত ছবিদু’টির সঙ্গে। তবে এর বেশী কিছু এখনই জানাতে চাননি নির্মাতারা। সম্ভবত একটি জমজমাট অনুষ্ঠান করে কিছুদিনের মধ্যেই বিস্তারিত ভাবে তাঁরা জানাবেন সব। বড়পর্দায় ফেরার সংবাদে স্বাভাবিকভাবেই আনন্দিত অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘শৈল্পিক যেকোনো কাজের সাফল্যের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আর সিনেমার ক্ষেত্রে, সঠিক কো-অর্ডিনেশন খুব জরুরী। কো-অর্ডিনেশন যত ভাল হয়, সিনেমা ভাল হওয়ার সম্ভাবনা তত বাড়ে। সময় নেওয়াটা খুবই প্রয়োজন।’

অভিনেতা আরো যোগ করেন, ‘মাঝে মাঝে হারিয়ে যাওয়া জরুরী। তবে হারিয়ে যাওয়া মানে পথ হারিয়ে ফেলা নয়। হারিয়ে যাওয়া মানে কো-অর্ডিনেশন, ক্রিয়েশন আর প্রিপারেশন।’ তিনি এও জানিয়েছেন যে, ‘SVF Alpha-i Entertainment Limited’-এর সঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘SVF Alpha-i Entertainment Limited’-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি এবং ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়র শাকিল জানিয়েছেন, নিশোর প্রত্যাবর্তন নিয়ে তাঁরা যথেষ্ট আশাবাদী। বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে এ সংবাদ যে খুবই আনন্দের, তা আর বলার অপেক্ষা রাখে না।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top