Live Entertainment & Love Lifestyle

Entertainment

চারমূর্তির জীবনের গল্প ‘তাহাদের কথা’; বড়পর্দায় আসছে কবে?

ঋষভ বসু, তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী পাল – ‘তাহাদের কথা’র মুখ্য চার চরিত্রে রয়েছেন এঁরা চারজনেই। গত মাসের মাঝামাঝি মুক্তি পেয়েছিল পরিচালক সুব্রত ঘোষ পরিচালিত এই ছবির ট্রেলার। সম্প্রতি জানা গেল, ছবিটির শুভমুক্তির তারিখ।

‘এপিক টেল এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এই ছবি দিয়েই পরিচালনার ক্ষেত্রে ডেবিউ করলেন সুব্রত ঘোষ। জীবনের গল্প বলবে তাঁর এই ছবি। যাদের সমাজে খুব একটা পরিচিতি নেই, যাদের কথা কেউ শুনতে চায় না, তাদের গল্পই ফুটে উঠবে ‘তাহাদের কথা’য়।

কর্পোরেট অফিসে কর্মরত অনল (অনিন্দ্য সেনগুপ্ত) ভালবাসে সুস্মিতাকে (রাজনন্দিনী পাল)। আবার নকশাল আন্দোলনের কর্মী রফিকুল (ঋষভ বসু) ও ক্যাবারে ডান্সার প্রিয়াঙ্কার (নবাগতা তৃষা দাস) ভালবাসার গল্পও বলবে এই ছবি।

ঋষভ, তৃষা, অনিন্দ্য, রাজনন্দিনী ছাড়াও এই ছবিতে দেখা মিলবে দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দল বাগচি, ভদ্রা বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি প্রমুখের। ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। সপ্তক সানাই দাসের সঙ্গীত পরিচালনায় এই ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও কিঞ্জল চট্টোপাধ্যায়।

আগামী ২৪শে মে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘তাহাদের কথা’। যেসব মানুষের কথা কেউ মনে রাখে না, যাঁদের নামও হয়ত জানে না কেউ, তাঁদের কথাই বলবে এই ছবি। কারণ, কোনো এক জায়গায় নিজেদের জীবনে সকলেই অনন্য। সবার মধ্যে থেকেও সেই মানুষগুলো একেবারে আলাদা। তাই দুই আকর্ষণীয় জুটির পাশাপাশি, ‘তাহাদের কথা’ যে গল্পের জন্যও মানুষের মনে নিজের জায়গা করে নেবে, তা আশা করাই যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।