Toofan: পোস্টারে শাকিব-মিমি, রসায়ন দেখতে উৎসুক ভক্তেরা

ঈদ-উল-আধাতে মুক্তি পেতে চলেছে দুই বাংলার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘তুফান’। জানা গিয়েছিল, রায়হান রফির নতুন ছবিতে এপার বাংলা থেকে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ওপার বাংলা থেকে মহিলা মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী নাবিলাকে। কিন্তু মিমি-নাবিলার নাম জানা গেলেও শাকিব খানের বিপরীতে থাকছেন কে, তা জানা যায়নি। গতকাল পর্দা সরলো সেই উত্তরের ওপর থেকে।

গতকাল প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল পোস্টার। তাতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে। পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। শাকিব-মিমির রসায়ন বড়পর্দায় দেখতে উৎসুক সকলেই।
সম্প্রতি মুক্তি পেয়েছিল ছবির টিজার। তাতে শাকিব খানের দেখা মিলেছিল বিধ্বংসী অবতারে। দেখা গিয়েছিল, পুরো দেশকে তুফানের হাতে তুলে দেওয়া হচ্ছে আগের কথামত। বলা হচ্ছে, সে যা চাইবে, তাই পাবে। আর তার কোনো কাজে বাধা দিলেই রক্ত দিয়ে চোকাতে হবে তার দাম। গোটা টিজারেই আগ্নেয়াস্ত্র হাতে ধ্বংসলীলা চালিয়েছিলেন তুফানরূপী শাকিব খান। তবে অফিসিয়াল পোস্টারে তাঁর প্রেমিক অবতারের স্পর্শ পেতে পারেন অনেকেই।

দুই বাংলার উদ্যোগে মিলিতভাবে তৈরী হওয়া এই ছবি প্রযোজনাও করছে দুই বাংলার নামীদামী তিন প্রযোজনা সংস্থা। ‘Alpha-i’, ‘Chorki’ এবং এপার বাংলার অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা ‘SVF’-এর প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। ছবির পরিচালক রায়হান রফি জানান, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ছবির সংজ্ঞা বদলে দিতে চলেছে এই ছবি।’ তিনি জানান, সুপারস্টার শাকিব খানকে নিয়ে এ ছবি তৈরী করা তাঁর স্বপ্ন ছিল।

এর আগে মিমি বলেছিলেন, ‘বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে বাংলাদেশে গিয়েছি। কাজেই যাই বা ঘুরতেই যাই, সেখানে যাওয়া আমার কাছে সবসময়েই আনন্দের। বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করব সেটা ভেবে আরো আনন্দ হচ্ছে। তাছাড়া দু’দেশের তিনটে বড় বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে কাজ করছে, সেটাও একটা বড় ব্যাপার। দর্শকদের অন্যরকম একটা কাজ উপহার দেওয়ার অপেক্ষায় আছি আমি।’

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top