সন্দীপ রায় ফেলু মিত্তিরের ছবি বানাচ্ছেন, আর সেই ছবি নিয়ে চর্চা হবে না, তা কখনো হয়! বহুচর্চিত ‘নয়ন রহস্য’র ফার্স্টলুকের খবর আপনাকে আগেই জানিয়েছিল 71/1 MB। আজ, ১৯শে এপ্রিল, মুক্তি পেল ছবিটির ট্রেলার।
আর পাঁচটা ছবির মত সাধারণভাবে কিন্তু ‘নয়ন রহস্য’র ট্রেলার লঞ্চ হয়নি। আজ দুপুরে, মহাজাতি সদনে, বেশ কিছু স্কুলপড়ুয়া বাচ্চার সামনেই হল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আয়োজন করা হয়েছিল ম্যাজিক শোয়েরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়সহ ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ, আয়ুষ দাস, দেবনাথ চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত প্রমুখ কলাকুশলীরা। ট্রেলারটি মুক্তি পেয়েছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।
বাচ্চা ছেলে নয়নের আছে এক অদ্ভুত ক্ষমতা। সেই ক্ষমতার সদ্ব্যবহারও অনেকে করে বিভিন্ন উপায়ে। কিছু অসাধু মানুষের ষড়যন্ত্রে অপহৃত হয় সে। খুন হন হিঙ্গোরানি। কীভাবে এই রহস্যের সমাধান করবে ফেলুদা? ওই দুষ্কৃতীদের হাত থেকে নয়নকে বাঁচাতে কী করবে সে?
ফেলুদার অন্যান্য গল্পের মতই এই অ্যাডভেঞ্চারেও সঙ্গী তোপসে এবং জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলী। তবে ট্রেলারের শেষে ফেলুদার থিম মিউজিক ফিরিয়ে দিচ্ছিল শৈশবকে।
পরিচালকের আগের ছবি অর্থাৎ ‘হত্যাপুরী’র কাস্ট নিয়ে কম চর্চা হয়নি। অনেকক্ষেত্রেই কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অভিনেতাদের। তবে সত্যজিৎ-পুত্র ভরসা রেখেছিলেন তাঁর আগের কাস্টেই। তাই ‘হত্যাপুরী’র পর ‘নয়ন রহস্য’তেও ফেলুদা, তোপসে, জটায়ু হিসেবে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুষ দাস, অভিজিৎ গুহ।
এই ছবিতে নয়নের চরিত্রে অভিনয় করছে অভিনব বড়ুয়া। এখন কেন্দ্রীয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে সে। এছাড়াও এই ছবিতে থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, শুভ্রজিৎ দত্ত, কার্ল অ্যান্ড্রু হার্ট এবং বলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে।
এর আগের ছবি ‘হত্যাপুরী’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের বড়দিনের মরশুমে। ২০২৩ সালেই শুরু হয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। অনেকেই আশা করেছিলেন হয়ত গতবছর বড়দিনেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু কোনো কারণে বড়দিনে এই ছবি মুক্তি পায়নি। এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১০ই মে।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।