খুন হয়েছেন রাজনৈতিক নেতা! তদন্তে অনির্বাণ-বিশ্বনাথরা!

একেনবাবু থেকে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ, জয়দীপ মুখার্জীর পরিচালনায় একাধিক ওয়েবসিরিজ বেশ মনে ধরেছে দর্শকদের। তাই ইতিমধ্যেই তিনি ফের ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর নতুন ওয়েবসিরিজের কাজ নিয়ে।

একেনবাবুর একের পর এক সিনেমা ও ওয়েবসিরিজ হিট হওয়ার পরে, জয়দীপ মুখার্জীর সঙ্গে এই নতুন ওয়েবসিরিজে কাজ করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। নতুন এই সিরিজে অনির্বাণ অভিনয় করতে চলেছে সাব-ডিভিশনাল পুলিশ অফিসারের (SDPO) ভূমিকায়।
তবে তিনি একাই নন, পুলিশের চরিত্রে অভিনয় করবেন আরো এক জনপ্রিয় অভিনেতা। তিনি বিশ্বনাথ বসু। ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজিত এই নতুন ওয়েবসিরিজের নাম ‘মিসিং লিঙ্ক’।

শহর বা গ্রামের পুলিশদের বৈশিষ্ট্য বা তাঁদের কর্মপদ্ধতি বিভিন্ন সিনেমা, ওয়েবসিরিজে দেখানো হয় প্রায়শই। কিন্তু মফস্বলের পুলিশদের চরিত্র, তাঁদের কাজের পদ্ধতি স্বাভাবিকভাবেই একটু ভিন্ন হয়। নতুন ওয়েবসিরিজে তিনি তুলে ধরতে চলেছেন সেই ছবিই। এক রাজনৈতিক নেতা খুন হওয়ার পরে, তাঁর বন্ধুর উপর এসে পড়ে সন্দেহ। কীভাবে SDPO-র নেতৃত্বে খোলা হয় রহস্যের জট, সিরিজের মূল উপজীব্য এটাই।

জানা গিয়েছে, অনির্বাণ-বিশ্বনাথ ছাড়াও আরো দুই দক্ষ এবং জনপ্রিয় অভিনেতাকে দেখা যেতে চলেছে এই ওয়েবসিরিজে। অভিনেতা সত্যম ভট্টাচার্য্য এই সিরিজে করবেন একজন বিডিওর চরিত্র, অতনু বর্মন অভিনয় করবেন রাজনৈতিক নেতার চরিত্রে এবং লোকনাথ দে-কে দেখা যেতে চলেছে অভিযুক্তের ভূমিকায়।

এছাড়াও, শতাক্ষী নন্দী এবং যুধাজিৎকে দেখা যেতে পারে এই সিরিজে। সিরিজটির কাহিনী লিখেছেন সমীর সেনগুপ্ত। কলকাতা ছাড়াও, ওয়েবসিরিজের শ্যুটিং হবে বোলপুরে। গতকাল, ২৪শে মে শুরু হয়েছে সিরিজের শ্যুটিং।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top