Entertainment

টালিউডে প্রত্যাবর্তন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধনের

ফের টলিউডে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।

‘রেহানা মারিয়ম নুর’ ছবিতে অভিনয়ের সূত্রে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে প্রশংসা অর্জন করেন অভিনেত্রী বাঁধন। ভারতীয় ছবিতে তাঁর আত্মপ্রকাশ ঘটল সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। “রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি” ওয়েব সিরিজে তাঁর রেখা চরিত্রটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়।
আর এই জনপ্রিয়তাই তাঁকে পৌঁছে দেয় বলিউডে। অভিনেত্রী টাবুর ছবি “খুফিয়া” তে তাঁর অভিনয় প্রচুর ইতিবাচক সমালোচনা পায়। সম্প্রতি জানা গিয়েছে, টলিউডে তার পরবর্তী কাজের জন্য তিনি তৈরি। 
নির্দেশক প্রসেনজিৎ বিশ্বাসের এই ছবির নাম হতে চলেছে “ফেয়ার অ্যান্ড আগলি” (#fairandugly)। পাঁচটি গল্প নিয়ে বোনা এই অন্থোলজি ছবি। যতদূর জানা গিয়েছে, কলকাতার ওপর ভিত্তি করেই এই ছবির গল্প।
বাঁধনের পরবর্তী কাজগুলোর মধ্যে সানি সানওয়ারের “এশা মার্ডার” নিয়ে দর্শকরা বেশ আগ্রহী। খুব শীঘ্রই আসতে চলেছে এই ছবি। এছাড়াও, তিনি “মাস্টার” ছবির শুটিং শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।