Tollywood

সৌমিতৃষার বাড়ীতে আসছেন খুনী-সৌরভ, কী ঘটবে ‘১০ই জুন’!

আচ্ছা, বাড়ীতে একা থাকার সময়ে অচেনা কাউকে দরজা খুলে দিয়েছেন কোনোদিন? ধরুন, যদি আগন্তুক নিজের পরিচয় দেয় খুনী বলে! কী করবেন তখন? এমনই অদ্ভুত পরিস্থিতি নিয়ে তৈরী রূপক চক্রবর্তীর ছবি ‘১০ই জুন’-এ প্রথমবারের জন্য জুটি বাঁধছেন সৌরভ দাস এবং সৌমিতৃষা কুণ্ডু।

বর্তমানে, সিনেমা-সিরিজের জগতে প্রায়শই দেখা যাচ্ছে সৌরভ দাসকে। একই পথের পথিক সৌমিতৃষাও। কেরিয়ারের শুরুতে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে করলেও, সাম্প্রতিককালে হয়ত বড়পর্দাতেই মন দিয়েছেন তিনি।

ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মিতালী। কলেজের গণ্ডি সবে পেরিয়েছে সে। ১০ই জুন সকালে, বাড়ীতে একা থাকার সময়ে, হঠাৎই এক আগন্তুক কড়া নাড়ে দরজায়। সাতপাঁচ না ভেবেই মিতালী দরজা খুলে দিলে, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আচমকা বাড়ীতে ঢুকে পড়ে এক যুবক (সৌরভ দাস)। নিজের পরিচয় সে দেয় খুনী বলে!

সকাল সকাল এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রথমে ঘাবড়ে যায় মিতালী। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে, সহজভাবে কথা বলতে শুরু করে যুবকের সঙ্গে। জানার চেষ্টা করে, এক মেধাবী ছাত্রের ‘খুনী’ হয়ে ওঠার পিছনের গল্পটা। যদিও তার আচরণ কেমন রহস্যজনক ঠেকে যুবকের কাছে। মিতালীর এই অদ্ভুত ব্যবহার, এই অদ্ভুত কৌতূহলের সঙ্গে কি কোনোভাবে যুক্ত ১০ই জুন তারিখটা?

কী হতে চলেছে ১০ই জুন! কোন রহস্য লুকিয়ে রয়েছে এই তারিখে? ছবির নাম কেন ‘১০ই জুন’, তা এখনই খোলসা করতে নারাজ নির্মাতারা। পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন রূপক চক্রবর্তী।

অন্যধারার এই ছবিতে সৌরভ-সৌমিতৃষা ছাড়াও থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস-সহ অনেকেই। মহ. মোস্তাফা আলি এবং অনুপ সাহা প্রযোজিত, সান ভেঞ্চারস নিবেদিত এই ছবির শ্যুটিং শুরু হচ্ছে আজ। তবে কবে নাগাদ এই ছবি মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।