Entertainment

সোনু নিগম থেকে কৈলাশ খের, বঙ্গসন্তানের সুরে গান গাইলেন সকলে

আরো এক বঙ্গসন্তান উজ্জ্বল করলেন বাংলার মুখ। বাংলার ছেলে অনুরাগ হালদার সঙ্গীত পরিচালনাকরলেন বলিউডে। তাঁর সঙ্গীত পরিচালনায় গান গাইছেন তাবড় তাবড় শিল্পীরা।

বলিউডের আগামী ছবি ‘মা কালী’ নিয়ে সর্বদাই চলছে তরজা। মুখ্য চরিত্রে অভিষেক সিংয়ের সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় বাঙালি তারকা অভিনেত্রী রাইমা সেন। আর সেই ছবিতেই সঙ্গীত পরিচালনা করছেন অনুরাগ। তাঁর সুরে গান গেয়েছেন সোনু নিগম থেকে কৈলাশ খের।
তিলোত্তমায় জন্ম, তবে এর আগেও বলিপাড়ার বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন শিল্পী অনুরাগ হালদার। নতুন বলিউড ছবি ‘মা কালী’তে থাকছে তিনটি ভিন্নধরনের গান। ‘ভারত মা’ গানটি গেয়েছেন কৈলাশ খের, দ্বিতীয় গান ‘ফাগুন হাওয়ায়’ গেয়েছেন সোনু নিগম। তৃতীয় গান ‘সাইয়াঁ  ভে’ গেয়েছেন অনুরাগ হালদার স্বয়ং। তিনটি গানেরই সঙ্গীত পরিচালনা করছেন অনুরাগ।
অনুরাগ হালদার জানান, ‘এই ছবিতে সোনু নিগম ও কৈলাশ খেরস্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ছবির কনসেপ্টের সঙ্গে গানগুলো খুব মানানসইভাবে তৈরি করা হয়েছে।’ জনপ্রিয় গায়ক কৈলাশ খের বলেন, ‘এই সিনেমায় অনুরাগ হালদারের তৈরি করা গান মানুষের মন ছুঁয়ে যাবে। দারুণ কম্পোজিশন, দারুণ সুর।’
শিল্পী সোনু নিগম বলেন, ‘এই প্রথম কোনো সিনেমায় রবীন্দ্রসংগীত গাইলাম। এটা সম্ভব হয়েছে অনুরাগ হালদারের জন্য। পুরোপুরি আলাদাভাবে উপস্থাপনা করা হয়েছে গানটা। অনুরাগ হালদার বাংলার আগামী দিনের সম্পদ।’
বিজয় ইয়েলাকান্তি পরিচালিত ‘মা কালী’ ছবিটি একটি সত্য ঘটনা, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ অবলম্বনে তৈরী। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট অবিভক্ত বাংলার বুকে ঘটে গিয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। সাম্প্রদায়িক কিছু মানুষ নির্বিচারে হত্যা করতে শুরু করেছিলেন অন্য সম্প্রদায়ের মানুষদের। বেধেছিল রক্তক্ষয়ী দাঙ্গা। গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই দাঙ্গা বন্ধ হলেও, তার ক্ষত নিজের বুক থেকে মুছে ফেলতে পারেনি কলকাতা।
সেই ভয়ানক স্মৃতিকে ঘিরেই বোনা হয়েছে ‘মা কালী’র গল্প। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ছবি ‘মা কালী’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।