হবে না কোনো প্রতিযোগিতা, কবে থেকে হবে ‘সারেগামাপা লেজেন্ডস’?

সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো ‘দাদাগিরি আনলিমিটেড’। তাহলে এবার থেকে দর্শকেরা কী দেখবেন সেই সময়ে? অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল প্রস্তুতির কথা। আজ, ১১ই মে রাত থেকেই সম্প্রচারিত হতে চলেছে এক নতুন শো, নাম ‘সারেগামাপা লেজেন্ডস’।

নাম ‘সারেগামাপা’ হলেও সাধারণ ‘সারেগামাপা’-র সঙ্গে বেশ কিছু তফাৎ রয়েছে এই শোয়ের। সাধারণ ‘সারেগামাপা’-র মত আদৌ কোনো প্রতিযোগিতা হবে না এই শো-তে। বরং সঙ্গীতজগতের বেশ কিছু নক্ষত্র গান গাইতে চলেছেন ‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে। জানা যাচ্ছে, ‘স্বর্ণযুগ থেকে আধুনিক, লোকসঙ্গীত থেকে নব্বইয়ের দশক’, সবধরনের গানই শোনা যাবে পছন্দের গায়ক গায়িকাদের কণ্ঠে।

‘সারেগামাপা লেজেন্ডস’-এর সঞ্চালকের নামেও এসেছে নতুনত্ব। এই শোয়ের সঞ্চালনা করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা, নাট্যব্যক্তিত্ব অনির্বাণ ভট্টাচার্য্য। জানা গিয়েছে, এই মঞ্চে দেখা যাবে জাভেদ আলি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনীক দত্ত, সপ্তক ভট্টাচার্য্য, শুভশ্রী দেবনাথ, বাবুল সুপ্রিয়, দেবজিৎ সাহা প্রমুখকে।

‘সারেগামাপা লেজেন্ডস’ সম্প্রচারিত হবে আজ, রাত সাড়ে ন’টা থেকে। প্রতি শনি ও রবিবার দেখা যাবে এই শো। এই সপ্তাহে, রাহুল দেব বর্মন এবং কিশোরকুমারের মত দুই লেজেন্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে, পরপর দু’দিন দুটি বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। শোয়ের প্রোমো ভিডিওতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে।

সম্প্রতি, ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শ্যুটিং শুরু হওয়ার আগে, দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেটে। আগুন লেগে গিয়েছিল আচমকাই। কিন্তু তার পরেও ঘুরে দাঁড়িয়ে নিজের ছন্দে চলছে জি বাংলার নন ফিকশন শো। অন্যান্য শোয়ের মত এই শো-টিও যে যথেষ্ট জনপ্রিয় হবে, তা আশা করাই যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top