‘মানুষ মানুষকে ভালোবাসেনা অথৈ’, মুক্তি পেল অথৈ – র টিজার।

১লা মে মুক্তি পেল অথৈ – র টিজার। মুক্তি পাবার সাথে সাথে দর্শক মহলে বেশ ভালো মত আলোড়ন তুলতে সক্ষম হয়েছে অথৈ। শেক্সপিয়রের ক্লাসিক কাহিনী ‘ওথেলো’ এবার বড়পর্দায় আসতে চলেছে ‘জিও স্টুডিয়োজ’ এবং ‘SVF’-এর যৌথ উদ্যোগে। অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ভারতীয় প্রেক্ষাপটে তৈরী হয়েছে এই ছবি। 

টিজারে যেটুকু অংশ দেখা গিয়েছে, তাতে অনির্বাণের তুখোড় অভিনয়ের সাথে সাথে ব্যাক গ্রাউন্ড মিউজিক ও মন কেড়ে নিচ্ছে দর্শকদের। যেহেতু নাটক থেকে সিনেমাতে রূপান্তর তাই সেট, আলো, ক্যামেরা অ্যাঙ্গেল, অভিনয় সবেতেই নাটকের ছাপ সুস্পষ্ট। 
আনুমানিক ১৬০৩ সালে লেখা একটা নাটক, অথচ অদ্ভুতভাবে সমান প্রাসঙ্গিক আজও। ওথেলো, ডেসডিমোনা এবং ইয়াগোর চরিত্র তিনটিকে কেন্দ্র করে আবর্তিত এই নাটক। ওথেলো-ডেসডিমোনার অসম প্রেমকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল ঈর্ষান্বিত ইয়াগো। এই নাটকটিকে নিয়েই ভারতীয় প্রেক্ষাপটে বেশ কিছু বছর আগে একটি বাংলা নাটক প্রযোজনা করেছিল ‘নটধা’ নাট্যদল। নাম ছিল ‘অথৈ’। বহুচর্চিত এবং বহুল প্রশংসিত সেই ‘অথৈ’ এবার আসছে বড়পর্দায়।
ছবিতে ড. অথৈ লোধার (ওথেলো) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। ডেসডিমোনার বাংলায় রূপান্তরিত নাম দিয়ামোনা, এবং ইয়াগোর চরিত্রটির নাম ছবিতে রাখা হয়েছে গোগো। দিয়ামোনার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী সোহিনী সরকার। গোগোর চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। তাছাড়া ছবির সৃজনশীল পরিচালকের দায়িত্বও পালন করছেন অনির্বাণ।
অনির্বাণ জানান, ‘অথৈ ছবিতে নাটকটার একটা অন্যরকম, নতুন দিক তুলে ধরা হবে দর্শকদের কাছে। মানুষের আবেগ, মনস্তত্ত্ব – এগুলোও পাবেন দর্শক।’ সোহিনী বলেন, ‘দিয়ার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা অত্যন্ত ভাল। শক্তি আর দুর্বলতার সংমিশ্রণে তৈরী এই চরিত্রটা। আমার মনে হয় দর্শকেরা কানেক্ট করতে পারবেন।’
পরিচালক অর্ণ মুখোপাধ্যায় বলেন, ‘অথৈ’কে ফের জীবন্ত করে তোলার কাজটা ভালবাসার কাজ। প্রজন্মের পর প্রজন্মের মানুষ এই কাহিনীটাকে ভালবেসেছেন। আমরা শেক্সপীয়রের লেখার মূলভাবটা রাখার সঙ্গে সঙ্গে সাম্প্রতিককালের কিছু বিষয় যোগ করেছি।’
ভালবাসা, প্ররোচনা, সন্দেহ, বিশ্বাসঘাতকতা – সব মিলিয়ে ‘অথৈ’ মুগ্ধ করতে চলেছে দর্শকদের। মঞ্চে এই নাটক অনেকেই দেখেছেন একাধিকবার। রুপোলী পর্দায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই জুন

Authors

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top