Star Jalsha Uraan: স্টার জলসার উড়ানে ফিরছে’খোকাবাবু’ প্রতিক,নায়িকা কে জানেন?

এবার মেগাপ্রেমীদের কাছে এসে গেছে বিরাট এক সুখবর। সর্বদাই স্টার জলসা নতুন নতুন মেগা উপহার দিয়ে খুশি করে আসছে দর্শকদের। সব বয়সের মানুষ স্টারের মেগার ভক্ত বলা যেতে পারে। মানুষের মনে কখনও দাগ কেটে যায় স্টার জলসার ‘মা’ ধারাবাহিক, আবার কখনও ‘বোঝে না সে বোঝে না’। তেমনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল ‘ খোকাবাবু’। যা তৎকালীন সময়ে এক অতীব জনপ্রিয় ধারাবাহিক হিসাবে বিবেচিত।


খোকাবাবুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল বিখ্যাত অভিনেতা প্রতীক সেনকে এবং মুখ্য অভিনেত্রী ছিলেন সকলের প্রিয় তৃণা সাহা। ধারাবাহিকটি 2016 থেকে 2018 অবধি চলেছিল। বেশিরভাগ সময়ই দেখা যেত তা টিআরপি তালিকার প্রথম দশের মধ্যে। সেই সময়ে খোকাবাবু দর্শকদের বেশ ভালোবাসা কুড়িয়েছিল। ধারাবাহিকটি বন্ধের পর থেকেই স্টার জলসার মেগাপ্রেমীরা একপ্রকার অধীর আগ্রহে অপেক্ষা করছিল আরও একবার খোকাবাবুকে টেলিভিশনে দেখার জন্য।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আরো একবার খোকাবাবুর লুকে আসতে চলেছে প্রতিক সেন। তবে তার বিপরীতে এইবার দেখা যাবে টেলিভিশনে নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে। অভিনেত্রীর প্রথমে সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘ভক্তির সাগরে’ গদাধরের মায়ের চরিত্রে অভিনয় করার কথা থাকলেও সেখান থেকে বাদ পড়েন তিনি।
বাস্তবে স্টার জলসা তার জন্য ভেবে রেখেছিল আরো বড় কোনো জায়গা। তাই প্রকাশ পেল নতুন ধারাবাহিক ‘উড়ান’-এর প্রোমোতে। সূত্রের খবর প্রতিদ্বন্দ্বী চ্যানেলের শক্তিশালী ধারাবহিককে টক্কর দিতেই সম্ভবত রাত ৮:০০টায়’ তুমি আশেপাশে থাকলে ‘ ধারাবহিকটির পরিবর্তে দর্শকরা দেখতে পাবেন ‘খোকাবাবু’-খ্যাত প্রতীক সেনের এই নতুন মেগা।

এখানে অভিনেত্রীর চরিত্রের নাম পূজরিণী। সে একজন ফুলব্যবসায়ী এবং অপরের সেবা করতে ভালোবাসে। অপরদিকে অভিনেতার চরিত্রের নাম মহারাজ এবং তাকে দেখা যাবে একেবারে খোকাবাবু স্টাইলে। সে একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। পড়াশোনায় একসময় সে সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেও বর্তমানে সে পাড়ার মস্তান। প্রোমোতে দেখা যায় তার মদ্যপানের ভীষণরকম নেশা।

তল্লাটের সবথেকে ব্রিলিয়ান্ট ছাত্রটি কেন নেশায় আসক্ত হয়ে পড়ে ভবিষ্যৎ অনিশ্চিত করল? কী এমন অতীত লুকিয়ে রয়েছে এর পিছনে? কীভাবে দুই মেরুর মন একজায়গায় হবে? পূজারিণীর সান্নিধ্য পেয়ে কতটা পরিবর্তন ঘটবে মহারাজের?
সমস্ত উত্তর নিয়ে খুব শীঘ্রই আসছে ‘উড়ান’, শুধুমাত্র স্টার জলসায়।

Author

Scroll to Top