প্রিবুক করা যাবে গয়না! অক্ষয় তৃতীয়ায় চমক কল্যাণ জুয়েলার্সের

পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া, বাংলা ক্যালেন্ডারের এই দুই উৎসবে মেতে ওঠা বাঙালির চিরকালীন অভ্যাস। আর এই অক্ষয় তৃতীয়াকে আরো একটু ‘স্পেশাল’ করে তুলতে নতুন চমক আনল কল্যাণ জুয়েলার্স।

ভারতের যে ক’টি নামকরা গয়নার কোম্পানি আছে, তাদের মধ্যে অন্যতম কল্যাণ জুয়েলার্স। গত রবিবার, ২১শে এপ্রিল, কলকাতায় অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে তারা লঞ্চ করল তাদের নতুন বেশ কিছু গয়নার কালেকশন।
ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। স্বল্প ওজনের সোনার গয়নার সঙ্গে সঙ্গে সুন্দর, আভিজাত্যপূর্ণ বেশ কিছু হীরের গয়নার কালেকশনও এনেছে তারা।

প্রায় অর্ধদশক ধরে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এদিন তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই খুশী। সোনার গয়না একদিকে যেমন ভারতীয়দের ঐতিহ্য, সেইসঙ্গে সোনার দাম বাড়ার ফলে এটা বিনিয়োগের কাজেও ভীষণভাবে ব্যবহৃত হয়। আমি নিজে প্রত্যেক পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ায় কিছু না কিছু কিনি টোকেন হিসেবে।’

জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে গয়নার মজুরির ওপর ২৫% ছাড় পাবেন সকলে। তাছাড়া, কেনাকাটাকে আরো সুবিধাজনক করে তুলতে এই মরশুমে আগাম বায়না দিয়ে রাখার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে কল্যাণ জুয়েলার্স। তারা জানিয়েছে, মাত্র ১০% টাকা অগ্রিম দিলেই ক্রেতারা বুক করে রাখতে পারবেন তাঁর পছন্দের গয়নাটি। এই পদ্ধতিতে অনেকটাই ঝঞ্ঝাটমুক্ত কেনাকাটা করতে পারবেন সকলে।

এছাড়া, তাঁদের প্রয়াস ‘কল্যাণ স্পেশাল গোল্ড বোর্ড রেট’ ভারতের সব ব্র্যান্ডের মধ্যেই সবচেয়ে কম মূল্যের। তাঁদের প্রতিটি গয়না হলমার্কযুক্ত, বিশুদ্ধতার পরীক্ষাও করা হয় একাধিকবার। ‘মুহুরত’ (Wedding Jewellery Line), ‘মুদ্রা’ (Handcrafted Antique Jewellery), ‘আনোখি’ (Uncut Diamonds), ‘হেরা’ (Daily Wear Diamonds)-র মত গয়নার বেশকিছু বিভাগও রয়েছে তাদের।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top