EntertainmentTollywood

Hoichoi: সাইকোথ্রিলার সিরিজে পার্ণো-অনির্বাণ, মুক্তি পেল ফার্স্টলুক

‘হইচই’তে (Hoichoi) আসছে নতুন ওয়েবসিরিজ ‘ভোগ’, এখবর 71/1 MB আপনাদের জানিয়েছিল আগেই। সেই ওয়েবসিরিজেরই মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন পার্ণো মিত্র এবং অনির্বাণ ভট্টাচার্য্য। আজ সোমবার, বড়দিনের আগেই, মুক্তি পেল তার ফার্স্টলুক।

কিউরিওর দোকানে গিয়ে প্রাচীন মূর্তি দেখলে তা পছন্দ তো হতেই পারে, তাই না? এ ঘটনা অধিকাংশ মানুষের কাছেই নিতান্ত স্বাভাবিক। তাহলে রহস্যগল্পের মোচড়টা কোথায়! আসলে গল্পের নায়ক, অতীনের (অনির্বাণ ভট্টাচার্য্য) সেই কিউরিওর দোকান থেকে কেনা পিতলের ‘দেবীমূর্তি’টিকে কেবল পছন্দই হয়নি, দিনকয়েকের মধ্যেই মনেপ্রাণে সেই দেবীর ভক্ত হয়ে ওঠে সে। আলাপ হয় এক দরিদ্র বিধবার (পার্ণো মিত্র) সঙ্গে। আর তারপরেই তার কথাবার্তায়, জীবনযাপনে, আচার-আচরণে আসে আমূল পরিবর্তন।

সেই অশুভ শক্তি ধীরে ধীরে গ্রাস করে তার সুস্থবুদ্ধিকে। ভক্তি ছাপিয়ে প্রকট হয় উন্মাদনা। অতীনের একেকটা দিন কাটে দুঃস্বপ্নের মত। আদৌ কি এই অপশক্তির মায়াজাল কাটিয়ে বেরোতে পারবে সে? এমন একটা প্রেক্ষাপটেই লেখক অভীক সরকার লিখেছিলেন তাঁর ‘ভোগ’ কাহিনীটি। সেই কাহিনীই এবার আসছে ওয়েবসিরিজের আকারে।

ইতিমধ্যেই হইচইয়ের হাত ধরে একাধিক ওয়েবসিরিজ পরিচালনা করেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। হইচইয়ের এই ওয়েবসিরিজটি পরিচালনার দায়িত্বও এবার তাঁরই কাঁধে। পার্ণো-অনির্বাণ ছাড়াও এই ওয়েবসিরিজে দেখা মিলবে অভিনেতা রজতাভ দত্তর।

সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী এবং পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং। আপাতত এই সিরিজ তৈরীর কাজ চলছে। তবে জানা গিয়েছে, আগামী বছরে, অর্থাৎ ২০২৫ সালেই মুক্তি পাবে ‘ভোগ’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।