আসছে ‘বিদ্রোহী কবি’র বায়োপিক, নজরুলের চরিত্রে কে?

চলচ্চিত্রজগতে কবি, সাহিত্যিকদের বায়োপিকের তেমন বাহুল্য না থাকলেও, জনপ্রিয়তার কোনো কমতি নেই। প্রথমবারের মত বড়পর্দায় আসতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন। মুখ্য চরিত্রে কে অভিনয় করছেন, তা জানতে স্বাভাবিকভাবেই উদগ্রীব সকলে।

পরিচালক আবদুল আলিমের পরিচালনায় বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। নজরুল ইসলামের শৈশবজীবন থেকে শুরু করে শেষজীবন পর্যন্ত ফুটে উঠবে এই ছবিতে। বাংলা এবং বাংলার বাইরে, একটা বড় সময় ধরে চলবে ছবির শ্যুটিং। নজরুল ইসলামের জীবনের উপর গবেষণার কাজ চলছে এখনো।

বর্তমানসময়ের বহুলপ্রশংসিত, বহুচর্চিত প্রথমসারির তরুণ অভিনেতা কিঞ্জল নন্দ। জানা গিয়েছে, কাজী নজরুল ইসলামের ভূমিকায় তাঁকেই দেখা যাবে। চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন অভিনেতা। কিঞ্জল জানান, ‘শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।’

জানা গিয়েছে, নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে থাকছে আরো চমক। অন্যান্য চরিত্রে অভিনয় করতে চলেছেন নামকরা বেশকিছু অভিনেতা অভিনেত্রী। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। ছবি সম্পাদনার দায়িত্বে রয়েছেন অর্ঘ্যকমল দত্ত। ছবির একটা বড় অংশ জুড়ে থাকবে গান। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকতে পারেন বিখ্যাত সুরকার-গায়ক জয় সরকার।

পরিচালক আব্দুল আলিম বলেন, ‘এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিং এ খুব তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে দেখতে পাবে দর্শক।’

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top