Bonbibi Trailer: ‘হুজুর’ না বাঘ, কার হাত থেকে বাঁচতে চায় বাঘবিধবারা?

রহস্যে মোড়া সুন্দরবনের গল্প জানতে কার না ভাল লাগে! আবার সেই গল্পের বেশীরভাগটা জুড়েই যদি থাকে বাস্তবের পৃথিবী? বাঘবিধবা, বনবিবি, দক্ষিণরায় অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনের অজানা রহস্যের গল্প নিয়ে আসছে রাজদীপ ঘোষ পরিচালিত ‘বনবিবি’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

মধু আনতে গিয়ে বা মাছ ধরতে গিয়ে প্রায়শই সুন্দরবনের মানুষকে পড়তে হয় বাঘের খপ্পরে। তাই বলা হয়, সুন্দরবনের বিধবাদের প্রধান শত্রু বাঘ। অথচ ট্রেলারে সমান্তরালভাবে দেখা যাচ্ছে কিছু দুষ্কৃতীর অসামাজিক কার্যকলাপ। দেখা যাচ্ছে, অন্ধকার জগতের একজন ‘হুজুর’-এর (দিব্যেন্দু ভট্টাচার্য) দাপট। সুন্দরবনের বিধবাদের প্রধান শত্রু সত্যিই বাঘ না অন্য কেউ, তার গল্পই বলবে এই ছবি।

বাঘের আক্রমণে স্বামী নিহত হলে, সেই স্ত্রীদের বলা হয় ‘বাঘ-বিধবা’। এমনই এক বাঘ-বিধবার চরিত্রে অভিনয় করবেন পার্ণো মিত্র। তাঁর চরিত্রের নাম রেশম। বছরতিনেক আগে জীবিকার জন্য বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে রেশমের স্বামী। মৃতদেহ পাওয়া না গেলেও রটনা অনুযায়ী, বাঘের হাতেই প্রাণ হারিয়েছে তার স্বামী। তারপরেই জীবিকানির্বাহের জন্য বেছে নেয় ট্যুরিস্টগাইডের কাজ সে। বাঘ-বিধবা রেশমের জীবনে এসেছে প্রেমও। পার্ণোর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন তরুণ অভিনেতা আর্য দাশগুপ্ত। রণজয় বিষ্ণু রয়েছেন এক পুলিশ অফিসারের চরিত্রে। ছবিতে ‘বনবিবি’ সোহিনী সরকার এবং রূপাঞ্জনা মিত্রকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

রানা সরকার প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ৮ই মার্চ। ছবির সঙ্গীত পরিচালনা করছেন সৌম্যদীপ শিকদার এবং সপ্তক সানাই দাস। গতবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। এমনকি, গ্রামবাংলার দর্শকদের সুবিধার জন্য আজ, ২৬শে ফেব্রুয়ারি, ছবিটি প্রদর্শিত হবে সুন্দরবনে।

রাজদীপ ঘোষ পরিচালিত, সোহম-প্রিয়াঙ্কা অভিনীত ‘কলকাতার হ্যারি’ বলেছিল ভিন্নস্বাদের গল্প। দেখা যাক, ‘বনবিবি’ও সেই একই পথে পা রাখতে পারে কিনা!

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top