মুক্তি পেল পোস্টার, কবে আসছে ‘চালচিত্র এখন’?

সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে প্রথম সারিতেই স্থান তাঁর। ২০১৮ সালে তিনি পাড়ি দিয়েছেন অমৃতলোকে। রেখে গিয়েছেন মন্ত্রমুগ্ধ অসংখ্য দর্শক এবং কিছু শিষ্যদের। তিনি মৃণাল সেন।

তাঁর শিষ্যদের মধ্যেই একজন ছিলেন অঞ্জন দত্ত। মৃণাল সেন পরিচালিত ‘চালচিত্র’-এ অভিনয়ও করেছিলেন তিনি। গুরুর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁকে নিয়ে একটি নতুন ছবি তৈরী করেছিলেন অঞ্জন দত্ত। ছবির নাম ‘চালচিত্র এখন’। গতকাল, ২২শে এপ্রিল, মুক্তি পেল ছবির অফিসিয়াল পোস্টার।

পঁচানব্বই বছরের জীবনে বহুসংখ্যক ভিন্নধারার ছবি বানিয়েছেন মৃণাল সেন। নিতান্ত স্বল্প ব্যয়ে, আড়ম্বরবিহীন ছবি বানাতেন তিনি। অথচ প্রতিটি ছবির সারমর্ম, বার্তার ওজন ছিল যথেষ্ট বেশী। পরিচালকের বিভিন্ন জানা-অজানা গল্প নিয়েই তৈরী হয়েছে এই ছবি। ছবিতে মৃণাল সেনের পরিবর্তিত নাম কুণাল সেন, এবং অঞ্জন দত্তের পরিবর্তিত নাম রঞ্জন দত্ত। কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত স্বয়ং। তরুণ রঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাওন চক্রবর্তী এবং পরিচালকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকদের বিবেচনায় সেরার শিরোপা পেয়েছিল ‘চালচিত্র এখন’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন অঞ্জন দত্ত। তবে চলচ্চিত্র উৎসবে দেখানো হলেও, সাধারণ দর্শকের জন্য এতদিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি। তবে এবারে দর্শকদের জন্য মিলেছে সুখবর।

নন্দন, রাধা স্টুডিয়ো, এইধরনের কিছু কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। যাঁরা বড়পর্দায় দেখতে আগ্রহী, তাঁদের জন্য এই খবর স্বভাবতই অত্যন্ত আনন্দের। তবে বঞ্চিত নন বাকিরাও। একইদিনে হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি।
পরিচালক অঞ্জন দত্ত বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান প্রচুর। তিনি কেবল সিনেমা বানাতেন না, গল্প বলার ধরনকে একটা সম্পূর্ণ অন্য আকার দিয়েছিলেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম, পরিচালকেরা তাঁকে দেখেই উদ্বুদ্ধ হয়।’ ছবির মিউজিকের দায়িত্বে আছে নীল দত্ত।
আগামী ১০ই মে এই ছবি একইসঙ্গে মুক্তি পেতে চলেছে বড়পর্দায় এবং হইচই ওটিটি প্ল্যাটফর্মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top