Dabaru Trailer: বোর্ডের বাইরের প্রতিপক্ষদেরও হারাতে পারবে সৌর?

দাবা খেলাকে নাকি বলা হয় ‘রাজার খেলা’। অথচ অন্যান্য অনেক খেলার চেয়েই যেন কিছুটা অবহেলিত সেই খেলা। পথিকৃৎ বসুর হাত ধরেই চলচ্চিত্রজগতে পা রাখছে এই খেলা। তাঁর নতুন ছবি ‘দাবাড়ু’-র ট্রেলার মুক্তি পেল সম্প্রতি।

বাংলাভাষায় তো বটেই, সমগ্র ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দাবা খেলা নিয়ে ছবি তৈরী হয়নি এর আগে। বাঙালি দাবাড়ু সূর্যশেখর গাঙ্গুলীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি। ট্রেলারে শোনা যাচ্ছে কিশোর সৌরর গলা। নিজের পরিচয় দিচ্ছে সে। আর তার মাঝেই সে আলাপ করাচ্ছে বাস্তবজীবনের প্রতিপক্ষের সঙ্গে।

মায়ের চোখে সে ‘জন্ম-দাবাড়ু’। কিন্তু মা, প্রশিক্ষক এবং আরো কয়েকজনের সমর্থন সত্ত্বেও, বহু সমস্যা এবং বাধার মুখে পড়তে হয় তাকে। বোর্ডের মধ্যেকার এবং বাইরের প্রতিপক্ষকে একইসঙ্গে কি জয় করতে পারবে সে? তিনমিনিটের এই ট্রেলারে উঁকি মেরেছে বাল্যপ্রেমও।

দাবা খেলে যে ‘চাকরী’ জোটানো যায় না, বা ইচ্ছে থাকলেই যে ছেলেকে বড় দাবাড়ু তৈরী করা যায় না, এমন কথাই যেন ভেসে আসে সবসময়। উত্তর কলকাতার রক থেকে ‘ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার’ হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল সূর্যশেখর গাঙ্গুলীর? সে গল্পই আসলে দাবাড়ুর অনুপ্রেরণা।

ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, বিশ্বনাথ বসু, শঙ্কর চক্রবর্তী প্রমুখ তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এই ছবিতে। মুখ্য চরিত্র সূর্যর ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। সমদর্শী সরকারকে দেখা যাবে ছোট সূর্যর ভূমিকায়।

ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র ব্যানার্জী এবং সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত। উইন্ডোজের হাত ধরে পথিকৃৎ বসুর এই নতুন ছবি আসছে আগামী ১০ই মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top