Dadur Kirti Review: হাসি আর রহস্যের দুর্দান্ত যুগলবন্দি

ট্রেলার দেখেই বেশ বোঝা গিয়েছিল, গতে বাঁধা কোনো কাজ নিয়ে আসছে না হইচই। কেবল হাসি আর রহস্য নয়, আরো বেশ কিছু মোচড় লুকিয়ে আছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দাদুর কীর্তি’ ওয়েবসিরিজে।

গতানুগতিক পারিবারিক ওয়েবসিরিজ এটা নয়। অথচ পরিবার, গুপ্তধন, রহস্য, মনস্তত্ত্ব, উগ্রপন্থা – সব মিলেমিশে ঠিক যেন ভোগের খিচুড়ির স্বাদ দিয়েছে ‘দাদুর কীর্তি’। খাওয়া হয়ে গিয়েছে বটে, তবে জিভে এখনো ছড়িয়ে আছে রেশ।
ভূতের বাড়ি বলে বেজায় দুর্নাম চৌধুরীবাড়ির। সেই বাড়ির একাকিত্বে ভোগা বৃদ্ধ দম্পতি, সন্তানদের কাছে আনতে আশ্রয় নেন মিথ্যে অসুস্থতার। সম্পত্তির ভাগ-বাটোয়ারার গন্ধে ছেলেমেয়েরা এসে পৌঁছলও। কিন্তু পূর্বপুরুষ হেমনাথ চৌধুরীর লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজে পেল কি তারা? ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগল কি অবশেষে?
পরাণ বন্দ্যোপাধ্যায় (সতীনাথ চৌধুরী), অনসূয়া মজুমদার (সন্ধ্যা চৌধুরী) আর সত্যম ভট্টাচার্য্যের (কেয়ারটেকার রফিক) রসায়ন এই ওয়েবসিরিজের সবচেয়ে বড় পাওনা। প্রত্যেক কলাকুশলীর অভিনয়ই চোখের আরাম দিয়েছে। তবে একটু যেন পাল্লা ভারী অভিনেতা চন্দন সেনের দিকে। মাওবাদী নেতা সমর সেনের চরিত্রে তিনি অনবদ্য। যেকোনো সিনেমা-ওয়েবসিরিজে, যেকোনো চরিত্রে প্রত্যেকবার স্ক্রিনে এসে চমকে দেওয়াই যেন ওনার লক্ষ্য। কিংবা অভ্যাস!
তবে সিরিজের যে দুটো দিকের কথা না বললে অন্যায় হবে, তার একটা হল ছবির ভিএফএক্স। প্রাচীন চৌধুরীবাড়ীর বিভিন্ন অংশ, বিভিন্ন মূর্তির অঙ্গভঙ্গি দেখতে সত্যিই বেশ মজা লেগেছে। আর দ্বিতীয় দিকটাও এর সঙ্গেই সম্পর্কিত। বিভিন্ন মূর্তির হয়ে কণ্ঠ দিয়েছেন খরাজ মুখার্জী, অনন্যা সেনের মত বেশকিছু সুদক্ষ অভিনেতা-অভিনেত্রী। চৌধুরীবাড়িকে জীবন্ত করে, সিরিজের মূল চরিত্র করে তোলার জন্য তাঁদের অনেক ধন্যবাদ।
নীলায়ন চ্যাটার্জীর মিউজিক, সৌম্যদীপ-শুভদীপের ব্যাকগ্রাউন্ড স্কোর জমিয়ে দিয়েছে ভুতুড়ে পরিবেশ। পরাণ বন্দ্যোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য্যকে দিয়ে গান গাওয়ানোর প্রয়াসটিও বেশ। তবে এসবের মাঝেও, বাড়তি লেগেছে কিছু কিছু দৃশ্য। দু-একটি দৃশ্যে মৃণাল ও হৈমন্তীর চরিত্রের আচরণ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যেন খাপ খায়নি।
কিন্তু তা সত্ত্বেও সিরিজটি দেখতে একেবারেই একঘেয়ে লাগেনি। আর এখানেই হয়ত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাফল্য। হাসি, কান্না, প্রেম, রহস্য, স্নেহ-ভালবাসা – সব মশলাই পরিমাণ বুঝে তিনি ব্যবহার করেছেন এই সিরিজে। শেষে আভাসও দিয়ে রেখেছেন পরবর্তী সিজন আসার।
রহস্য, প্রেম, বিরহ, অপরাধ – সবকিছু দেখতে দেখতে হয়ত সত্যিই বড় যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা। দু’হাত দূরে বসে থাকা মানুষটার মনের কথাও স্পর্শ করছে না আমাদের। কেবল হাসার জন্য নয়, কেবল রহস্যের জন্য নয়, মন ভাল করার জন্য, আয়নার সামনে নিজেদের আরো একবার দাঁড় করানোর জন্য দেখে নিতেই পারেন ছয়পর্বের এই ছোট্ট সিরিজ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top