ZEE BANGLA ASHTOMI:দুষ্টের বিনাশ করতে এবার আসছে ‘অষ্টমী’
লাল শাড়ি-লাল টিপ, সিঁথি ভরা সিঁদুরে কে! জি বাংলার পর্দায় নতুন চমক আসতে চলেছে নতুন ধারাবাহিক অষ্টমী।
লাল শাড়ি-লাল টিপ, সিঁথি ভরা সিঁদুরে, গাত্র গহনা দিয়ে মোরা ! দেখে ভাবছেন হয়তো কোন মহিলা আসলে তা নয়, পুরুষ! এভাবেই অভিনেতা কৌশিক চক্রবর্তীকে দেখা যাবে এই ধারাবাহিকে।
এছাড়াও ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রতা দে এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। শীতলা অষ্টমীর দিন ধারাবাহিকের প্রোমো মুক্তি পায় এবং প্রথম ঝলকেই নজর কেড়ে নেয় কৌশিক চক্রবর্তীর নতুন রূপ।