Entertainment

ZEE BANGLA ASHTOMI:দুষ্টের বিনাশ করতে এবার আসছে ‘অষ্টমী’

লাল শাড়ি-লাল টিপ, সিঁথি ভরা সিঁদুরে কে! জি বাংলার পর্দায় নতুন চমক আসতে চলেছে নতুন ধারাবাহিক অষ্টমী।

লাল শাড়ি-লাল টিপ, সিঁথি ভরা সিঁদুরে, গাত্র গহনা দিয়ে মোরা ! দেখে ভাবছেন হয়তো কোন মহিলা আসলে তা নয়, পুরুষ! এভাবেই অভিনেতা কৌশিক চক্রবর্তীকে দেখা যাবে এই ধারাবাহিকে।

 

এছাড়াও ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রতা দে এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। শীতলা অষ্টমীর দিন ধারাবাহিকের প্রোমো মুক্তি পায় এবং প্রথম ঝলকেই নজর কেড়ে নেয় কৌশিক চক্রবর্তীর নতুন রূপ।

 

নবগ্রাম নামক এক গ্রামে স্থানীয় দেবতা হিসেবে বৌরানীর পুজো করা হয়। গ্রামের সকলে বিশ্বাস করে যে একটি নির্দিষ্ট দিনে বৌরানী তার সর্বশ্রেষ্ঠ ভক্তকে দেখা দেন এবং তাকে বিপদ থেকে সতর্ক করেন।
বৌরানির পুজো করার জন্য আগে প্রধান পুরোহিত ছিল কিন্তু রহস্যজনকভাবে তার নিখোঁজ হওয়ার পর থেকে আপাতদৃষ্টিতে গ্রামের জমিদারকেই এর দায়িত্ব দেওয়া হয়।
অষ্টমী অর্থাৎ ঋতব্রতা ২১ বছর বয়সি মেয়ে তার মা বাবাকে গর্বিত করতে নবগ্রামের একজন স্কুল শিক্ষক হিসেবে, তার জীবনের নতুন অধ্যায় শুরু করে। কিন্তু নবগ্রামে পা রাখার পর থেকেই সে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস অনুভব করতে থাকে। তার মনে হয় সবকিছুই যেন তার খুব পরিচিত।

অষ্টমী বুঝতে পারে জমিদার পুরুষোত্তম অর্থাৎ গ্রামের জমিদার যাকে সকলেই সর্বশক্তিমান বলে বিশ্বাস করেন তিনি গ্রামের মানুষদের সঙ্গে প্রতারণা করছেন। এবং তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। অন্যদিকে পুরুষোত্তম চুপ থাকার পাত্র নয়। সেও পরিকল্পনা শুরু করে কী করে অষ্টমীর ক্ষতি করা যায়!

এবং ঘটনাক্রমে আয়ুষ্মান অর্থাৎ পুরুষোত্তম এর ছেলের সঙ্গে অষ্টমীর বিয়ে হয়ে যায়। তারপরেই এক দুর্ঘটনাক্রমে অষ্টমী দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। অষ্টমী বৌরানীর কাছে প্রার্থনা করার পর সে বৌরানীর থেকে এক ঐশ্বরিক নির্দেশ পায়।
তিনি বলেন যে সে হয়তো তার দৃষ্টিশক্তি হারিয়েছে, কিন্তু তার অন্যান্য ইন্দ্রিয়গুলো এখনো তাকে সবটা অনুভব করতে সাহায্য করবে তার শত্রুকে বিনাশ করার জন্য।
অষ্টমী কি পারবে শত্রুর বিনাশ ঘটাতে? নবগ্রামের মানুষদের কাছে তাদের জমিদারের আসল রূপ তুলে ধরতে?
সমস্তটা জানার জন্য আগামী ৮ ই এপ্রিল থেকে দেখতে হবে ‘অষ্টমী ‘ ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts

Neha Biswas

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।