সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ক্লাসিক বাংলা উপন্যাস ‘দেবী চৌধুরানী’ আরো একবার আসছে বড়পর্দায়, একথা 71/1 MB আপনাদের জানিয়েছিল আগেই। আজ মুক্তি পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবির অফিসিয়াল পোস্টার।
ছবির কাস্ট জানার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল আকাশছোঁয়া। ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রফুল্লর স্বামী ব্রজেশ্বরের ভূমিকায় থাকছেন অভিনেতা কিঞ্জল নন্দ। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীও রয়েছেন এই ছবিতে, জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে। রয়েছেন তাঁর পুত্র অর্জুনও। বিভিন্নধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নেওয়া অর্জুন এখানে ফুটিয়ে তুলবেন রঙ্গরাজের চরিত্র। নিশির চরিত্রে থাকবেন বিবৃতি চ্যাটার্জী এবং সাগরমণির চরিত্রে অভিনয় করতে চলেছেন দর্শনা বণিক।
বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল ছবির তারকাদের লুকসেটের ‘বিহাইন্ড দ্য সিন’-এর দৃশ্য। অল্পসময়ের মধ্যেই ভাইরাল হয়েছিল সেই ছবি। তবে কেবল তারকাদের উপস্থিতিই এ ছবি নিয়ে উন্মাদনার একমাত্র কারণ নয়। রয়েছে আরেক বড় কারণ। মনে করা হচ্ছে, বাংলা ছবির জগতে এক নয়া অধ্যায়ের শুরু হতে চলেছে। বাংলা ছবির চিরাচরিত গল্প বলার ধরন বা প্রযুক্তির কাজের সংজ্ঞা বদলে দিতে পারে এই ছবি।
এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলা ও ইউকের সাংস্কৃতিক আদানপ্রদান হবে বলেই মনে করছেন সকলে। জাতীয় পুরস্কারবিজয়ী চলচ্চিত্রনির্মাতা শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি প্রযোজনা করতে চলেছেন LOK আর্টস কালেকটিভ (ইন্ডিয়া/ইউকে) এর সৌম্যজিৎ মজুমদার। এডিটেড মোশন পিকচার্স (ইউএসএ/ইন্ডিয়া)-এর অপর্ণা এবং অনিরুদ্ধ দাশগুপ্তও রয়েছেন তাঁর সঙ্গে।
শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ মন কেড়েছিল দর্শকদের। তাঁর এই নতুন ছবি নিয়েও সকলের আশা ক্রমবর্ধমান। বঙ্কিমচন্দ্রের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবি মুক্তি পাবে আগামী বছরে। জানা গিয়েছে, ২০২৫ সালের ১লা মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবী চৌধুরাণী’।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।