ইউটিউবে সিনেমা এবং ওয়েবসিরিজ দেখার চল শুরু হয়েছে বেশ কিছুদিন। বাড়ীতে বসেই নিশ্চিন্তমনে দারুণ কিছু সিনেমা-সিরিজ দেখতে পারেন মানুষ। আগামীকাল, ২৬শে মে, সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরো একটি দমফাটা হাসির সিনেমা।
‘মীরাক্কেল’-খ্যাত কৃষ্ণ ব্যানার্জীকে চেনেন বহু মানুষ। সম্প্রতি ‘ও অভাগী’ সিনেমাতেও দেখা গেছে তাঁর অভিনয়। এবার তাঁর পরিচালনাতেই আসছে নতুন সিনেমা ‘দীঘাতে প্রথমবার’। পরকীয়া আর দমফাটা হাস্যরসের মিশেলে তৈরী এই ছবি।
মুদীখানার কর্মচারী অরুণ প্রেমে পড়েছে পাশের পাড়ার বৌদি পাপিয়ার। বৌদির থেকে প্রশ্রয়ও পেয়েছে সে। তাদের বহুদিনের ইচ্ছে, একান্তে সময় কাটাবে তারা। শেষে অনেক মতলব এঁটে, তারা দীঘাতে ঘুরতে যায়। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়! দীঘাতে পৌঁছে অরুণ দেখতে পায়, পাড়ার শ্যামলদাও ঘুরতে এসেছে দীঘাতেই।
শ্যামলদার কাছে ধরা পড়ার ভয়ে, হোটেলেই আটকে পড়ে অরুণ-পাপিয়া। এর ওপর আবার, শুরু হয় নতুন এক উটকো সমস্যা। হোটেলের মধ্যেই এক অপরিচিত লোক তাদের ভয় দেখাতে থাকে বিভিন্নভাবে। পাপিয়ার চাপে অবশ্য হোটেলের বাইরে বেরোতেই হয় অরুণকে। শ্যামলদার ভয়ে পালিয়ে পালিয়েই কি কেটে যাবে অরুণের গোটা দিন? নাকি শ্যামলদার থেকে লুকিয়ে, নির্বিঘ্নে পাপিয়াবৌদির সঙ্গে ঘুরতে পারবে সে?
এসব নিয়েই আসছে দমফাটা হাসির ছবি ‘দীঘাতে প্রথমবার’। পরিচালনার পাশাপাশি অরুণের চরিত্রে অভিনয়ও করেছেন কৃষ্ণ ব্যানার্জী। এছাড়া পাপিয়ার চরিত্রে শ্রেয়সী বিশ্বাস, শ্যামলদার চরিত্রে জনপ্রিয় টেলিভিশন ও ফিল্ম অভিনেতা অরুনাভ দত্ত এবং অপরিচিত আগন্তুকের চরিত্রে মানস সামন্ত অভিনয় করছেন। সিনেমার কাহিনী লিখেছেন ইমন চক্রবর্তী, সিনেমাটি প্রযোজনা করেছেন মানস সামন্ত।
আগামীকাল, ২৬শে মে রবিবার, ‘সিনেমা ঠেক’ ইউটিউব চ্যানেলে এই সিনেমা।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।