Entertainment

গ্রেপ্তার ‘পুষ্পা’ আল্লু অর্জুন!!

গ্রেপ্তার করা হল জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি। ‘পুষ্পা ২’-র জ্বর এখনো ছাড়েনি শহরের গা থেকে। তার মাঝেই গ্রেপ্তার হলেন অভিনেতা আল্লু অর্জুন। গতকাল তাঁর নামে দায়ের হয়েছিল FIR। আজ গ্রেপ্তার করা হল তাঁকে।

সারপ্রাইজও কখনো কখনো ডেকে আনতে পারে বিপদ। দিনকয়েক আগে হায়দ্রাবাদের ‘সন্ধ্যা’ প্রেক্ষাগৃহে কোনো কিছু না জানিয়েই চলে গিয়েছিলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। অভিনেতাকে একবার স্বচক্ষে দেখার আশায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। সেই ধাক্কাধাক্কিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। গুরুতর আহত হয়েছিল তাঁর আট বছর বয়সী পুত্রসন্তান।

ঘটনা ঘটেছিল চলতি মাসের চার তারিখ। তারপরেই, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অভিনেতা আল্লু অর্জুন এবং নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। আজ গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। নিয়ে যাওয়া হচ্ছে চিক্কদাপল্লী থানায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।