Fear Song: ভয়ের গানে রক্তস্নান এনটিআর জুনিয়রের

তাঁর অভিনীত ‘আরআরআর’ খ্যাতিলাভ করেছিল আন্তর্জাতিক স্তরে। সেই দক্ষিণী তারকা অভিনেতা এনটিআর জুনিয়রের আগামী ছবি ‘দেবারা’-র নতুন গান মুক্তি পেল ১৯শে মে। গানের নাম ‘ফিয়ার সং’।

‘ফিয়ার সং’-এ আক্ষরিক অর্থেই ভয় পাইয়ে দিয়েছেন এনটিআর জুনিয়র। ধারালো অস্ত্র হাতে নিয়ে, চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যে, রক্তের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। রোববারের ছুটির আমেজ জমিয়ে দিয়েছে এই ‘ফিয়ার সং’। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। এই গানটিও পরিচালনা করেছেন তিনি। গোটা গানেই, একা হাতে যুদ্ধক্ষেত্রে হত্যালীলা চালিয়েছেন এনটিআর জুনিয়র।

গত ১৭ তারিখেই গানটির প্রোমো নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন নির্মাতারা। কোরাতালা শিবা পরিচালিত এই ছবি চর্চার কেন্দ্রে রয়েছে বেশ অনেকদিন ধরেই। এই ছবিতে রয়েছে বেশ কিছু চমক। বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর তেলেগু ছবিতে ডেবিউ করছেন ‘দেবারা’র হাত ধরেই। এনটিআর জুনিয়রের বিপরীতে অভিবয় করতে দেখা যাবে তাঁকে।

এছাড়া এই ছবিতে দেখা মিলবে বলি অভিনেতা সইফ আলি খানেরও। জানা গিয়েছে, কোরাতালা শিবা পরিচালিত এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সইফ। পোস্টারে অভিনেতার ‘লুক’ দেখে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। গত বছর নিজের জন্মদিনে, প্রথমবার ছবির নাম জানিয়েছিলেন এনটিআর জুনিয়র। চল্লিশ পেরিয়েও নিজের তেজে যে তিনি এখনো উজ্জ্বল, তারই প্রমাণ এই ‘ফিয়ার সং’।
কোরাতালা শিবার এই নতুন ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১০ই অক্টোবর।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top