Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

Felu Bokshi: প্রকাশ্যে সোহম-পরীমণি-মধুমিতার নতুন ছবির ফার্স্টলুক

এপার বাংলার ছবি দেবরাজ সিনহার ‘ফেলু বক্সী’তে থাকছেন পরীমণি। এখবর এখন আর কারো অজানা নয় একেবারেই! ২০শে এপ্রিল মুক্তি পেল ছবির ফার্স্টলুক পোস্টার।

এই ছবিতে পরীমণির সঙ্গে থাকছেন এপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সোহম এবং মধুমিতা। তাঁদের নতুন ছবির ফার্স্টলুক পোস্টারে দেখা যাচ্ছে একবাটি রাজভোগ আর একটা বন্দুকের অদ্ভুত এক ‘কম্বিনেশন’।

‘ফেলু বক্সী’ নামটা শুনেই ভ্রূ কুঁচকেছেন অনেকে। অথচ ফেলু বক্সী কিন্তু কোনো পুরনোকালের চরিত্র নয় একেবারেই। নিতান্ত আধুনিক একটি চরিত্র এই ফেলু বক্সী, যার প্রযুক্তির জ্ঞান নেহাত মন্দ নয়। স্বভাবে সে রসিকও বটে, আবার ভোজনরসিকও বটে। খাওয়া আর গোয়েন্দাগিরি করাই তার নেশা এবং পেশা। জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকে এই ছবিতে দেখা যাবে নামভূমিকায়, অর্থাৎ ফেলু বক্সীর চরিত্রে।

অন্যদিকে, এই ছবিতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। তাঁর চরিত্রটি বেশ জটিল, তবে সঠিক সময়ে হয়ত চরিত্রের অনেক গোপন কথাই জানতে পারবেন দর্শকেরা। মধুমিতা সরকার এই ছবিতে অভিনয় করছেন দেবযানী নামে এক রেডিও জকির চরিত্রে। রহস্য সমাধানে সে ফেলু বক্সীকে সাহায্য করতে চায়। বোঝা যায়, মনে হয়ত ফেলুর জন্য অনুভূতিও রয়েছে তাঁর!

সন্দীপ সরকার, হিমানী ফিল্মস এবং মিডিয়ানেক্সট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন ‘ভিঞ্চিদা’-খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীতের দায়িত্বে আছেন অদিতি বসু এবং অম্লান চক্রবর্তী।
গোয়েন্দা গল্প যাঁরা ভালবাসেন, তাঁদের কাছে এই ছবি অন্যরকম আকর্ষণীয় হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, চলতি বছরের শেষেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।