Entertainment

সৃজিতের সঙ্গে এবার দ্বাদশ অবতার, কে কে আছেন তালিকায়?

বহুদিন ধরেই কান পাতলে শোনা যাচ্ছে উড়ো খবর। সৃজিত মুখার্জীর আগামী ছবি ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ ছবিতে যাঁরা থাকার কথা ছিল, তাঁদের অনেকেই নাকি থাকতে পারবেন না এই ছবিতে। কে কে থাকছেন তাহলে? অবশেষে জানা গেল ‘সত্যি’কারের কাস্টের সেই তালিকা।

গতকাল সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে একটি ছবিতে। ছবিতে দেখা যাচ্ছে তেরোজনের ছবি। নিজের সঙ্গে বারোজন কলাকুশলীর ছবি পোস্ট করেছিলেন পরিচালক। ক্যাপশনে লিখেছিলেন ‘আসলে সত্যি বলে সত্যিই কিছু নেই!’ ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী-সহ বহু শিল্পীই শেয়ার করেছেন ছবিটি। বোঝাই যাচ্ছে, ছবির বারোজনই হল ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ ছবির ফাইনাল কাস্ট।

কারা আছেন সেই তালিকায়? ছবিতে ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীকে দেখা তো যাচ্ছেই। সঙ্গে উপস্থিত রয়েছেন অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, সুহোত্র মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়ও। ছবির মধ্যমণি হিসেবে দেখা যাচ্ছে কৌশিক সেন এবং কৌশিক গাঙ্গুলীকে। আর একেবারে সামনে বসে রয়েছেন স্বয়ং পরিচালক।

SVF প্রযোজনা সংস্থার তরফ থেকে মার্চের প্রথমেই অনুষ্ঠিত হয়েছিল ‘মহা মহরৎ’। আরো তিনখানা নতুন ছবির সঙ্গে জানা গিয়েছিল সৃজিত মুখার্জীর ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’-এর নামও। তবে এই ছবি নাকি একেবারেই থ্রিলার জঁরের ছবি নয়। পুরোদস্তুর সামাজিক ছবি হতে চলেছে ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’। সেইসময় থেকেই বহু তাবড় তাবড় অভিনেতার নাম শোনা গিয়েছিল এই ছবিকে ঘিরে।

কিন্তু বিভিন্ন কারণে তাঁরা বিভিন্ন সময়ে সরে দাঁড়িয়েছেন এই ছবির কাজ থেকে। অবশেষে জানা গিয়েছে, ছবির ফাইনাল কাস্টের নাম। কথায় বলে, অপেক্ষার ফল মিষ্টি হয়। আবারও কি সেই প্রমাণই দিতে চলেছেন সৃজিত? দর্শকের চোখ সেইদিকেই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।