FLASHBACK: ফার্স্টলুকেই কামাল কৌশিক-বুবলী-সৌরভের

ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল গত ১৪ই জানুয়ারি। জানা গিয়েছিল, টলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম বুবলী। আর এবার প্রকাশ পেল ছবির ফার্স্টলুক।

ফার্স্টলুকের পোস্টারে মূলত সাদা-কালো পোশাকেই ধরা দিয়েছেন অভিনেতারা। সাধারণত ফ্ল্যাশব্যাকের কোনো দৃশ্য দেখাতে যেকোনো ছবিতে ব্যবহার করা হয় এই মনোক্রোম রঙ। অবশ্য সেটাই এই ধরনের রঙ বাছার কারণ কিনা, তা জানা যায়নি।

সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবির প্রধান চরিত্রে, একসময়ের মঞ্চ নাটকের স্বনামধন্য অভিনেতা অঞ্জনের চরিত্রে দেখা যাবে কৌশিক গাঙ্গুলীকে। মঞ্চে এখন আর অভিনয় করেন না অঞ্জন, করেন বাস্তবে। সিনেমাপ্রেমী মানুষটি হঠাৎ উপলব্ধি করেন, তাঁর জীবন থেকে যেন হারিয়ে গিয়েছে পঁচিশবছর। অন্যদিকে, অভিনেত্রী শবনম বুবলী এ ছবিতে অভিনয় করছেন একজন ছবিনির্মাতা শ্বেতার চরিত্রে। সৌরভ দাসকে এ ছবিতে একজন ভবঘুরের ভূমিকায় দেখা যাবে। ছবিতে তাঁর চরিত্রের নাম ডিকে। তিনজনের জীবনের পথ আলাদা হলেও, চলার পথে পরস্পরের সঙ্গে দেখা হয় তাদের। ছবির আরেক বড় চরিত্র হিসেবে রয়েছে পাহাড়। তাই অনেকটা শ্যুটিংই হতে চলেছে উত্তরবঙ্গের পাহাড়ে।

ছবির পরিচালক রাশেদ রাহা জানিয়েছেন, ‘আমি যখন নিজের জীবনের ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো ভাবছিলাম, সেটা পাহাড়েই ভাবছিলাম। আর সেই পাহাড়েই এই ছবির মূল চিত্রনাট্যটা লেখা। এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গাঙ্গুলী অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম বুবলী অসাধারণ।’ অভিনেত্রী শবনম বুবলী বাংলাদেশে তিনি কলকাতার নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন, এপার বাংলাতেও অ্যাডশ্যুটের জন্য কাজ করেছেন তিনি। কিন্তু টলিউডে তাঁর প্রথম ছবি এটিই।

অভিনেত্রী জানিয়েছেন, ‘ভারতের ছবিতে অভিনয় করতে পারাটা আমার খুব ভালো লাগার বিষয়। অসাধারন একটি টিম, অসাধারণ সমস্ত অভিনেতা। কৌশিক স্যার ও সৌরভের সাথে অভিনয় করার অভিজ্ঞতা দারুন। আমাদের পরিচালক রাশেদ রাহা একজন দক্ষ পরিচালক, খুব ভালো অভিজ্ঞতা এই ছবিতে অভিনয় করার।’

এর আগে সৌরভ বাংলাদেশী অভিনেত্রী মিথিলার সঙ্গে কাজ করেছেন। কিন্তু বুবলীর সঙ্গে কাজ করছেন এই প্রথম। তিনি জানিয়েছেন, ‘এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিক দা, বুবলীর সাথে অভিনয় করা দারুন অভিজ্ঞতা। এর আগে বুবলীর সাথে কাজ হয়নি আমার। দর্শকদের ভালো লাগবে ছবিটি।’

ছবির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে ছিলেন খায়রুল বাসার নির্ঝর। ছবিটি মুক্তি পাবে নারায়ণ চ্যাটার্জি ও কাজী জাফরিন মুন এর প্রযোজনাতে ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে। এই ছবির কাহিনী লিখেছেন রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝর। এই ছবির একটি গানের সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। গানটি গাইবেন সুরজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং এবং গায়িকা ইমন চক্রবর্তী। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসবে এই ছবিটি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top