Ramayana: বলিউডে ডেবিউ হান্স জিমারের, সঙ্গে এ আর রহমান!

নীতেশ তিওয়ারির আগামী ছবি ‘রামায়ণ’-এ রয়েছে একের পর এক চমক। কাস্টিংয়ের পর এবার জানা গেল আরেক চমকপ্রদ তথ্য।

মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরী এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সাই পল্লবীকে এই ছবিতে দেখা যাবে সীতার চরিত্রে। হনুমান এবং রাবণের চরিত্রে অভিনয় করতে চলেছেন যথাক্রমে সানি দেওল এবং যশ। কৈকেয়ীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন লারা দত্ত, মন্থরার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিবা চাড্ডাকে।
নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনাতেই লুকিয়ে রয়েছে নতুন চমক। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই ছবির মিউজিকের দায়িত্বে নাকি থাকছেন জনপ্রিয় সুরকার এ. আর. রহমান এবং হান্স জিমার। ‘দ্য লায়ন কিং’, ‘ম্যান অফ স্টিল’, ‘ইন্টারস্টেলার’-এর মত ছবিতে কাজ করেছেন জিমার। তবে ভারতীয় চলচ্চিত্রজগতে এই প্রথমবার কাজ করতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, রামের কাহিনী নিয়ে নাকি বেজায় উৎসাহী হান্স। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ নাকি শুরুও করে দিয়েছেন তিনি।
সম্ভবত, আগামী বছরে, অর্থাৎ ২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পেতে পারে এই বিগ বাজেট ছবি। মহাকাব্য নিয়ে তৈরী ছবি নিঃসন্দেহে মন কাড়বে সকলের।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top