‘বহুরূপী’র ফ্লোরে গুরুতর চোট শিবপ্রসাদের!

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বহুরূপী’ চর্চার কেন্দ্রে বরাবরই। কিন্তু সেই ছবির শ্যুটিং ফ্লোরেই গুরুতর চোট পেলেন শিবপ্রসাদ।

গত ১২ই মার্চ শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। বীরভূমের বোলপুরে ছবির একটা বড় অংশের শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছরের পুজোতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বহুরূপী’র। কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ। জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুরে, ব্যারাকপুরে শুটিং ফ্লোরে স্টান্ট করতে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন তিনি। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য শ্যুট করার সময়েই তাঁর কোমরে চোট লেগেছে বলে জানা গিয়েছে। বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। যদিও রিপোর্ট না আসায়, হাড় ভেঙেছে কিনা, তা এখনো জানা যায়নি।

ছবিতে দেখা যেতে চলেছে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্য্যকে। ছবির ফার্স্টলুক পোস্টারে দেখা গিয়েছিল, একটি বহুরঙা চোখের ছবি।
ছবির কাজ এখন শুরু হলেও, ২০১১ সাল থেকেই পরিকল্পনা চলছে এই ছবি তৈরীর। জানা গিয়েছে, প্রায় ৪০দিন ধরে চলবে ছবির শ্যুটিং। ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-’০৫ সালের মধ্যে। বাংলায় ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনেই তৈরী হয়েছে এই ছবি।
এই বহুপ্রতীক্ষিত ছবির শ্যুটিং যদিও থেমে নেই। বাকি অভিনেতাদের নিয়েই চলছে শ্যুটিংয়ের কাজ। তার মাঝে শিবপ্রসাদের চোট নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন টিমের সকলে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top