জি বাংলা তার দর্শকদের বরাবরই উপহার দেয় ভিন্ন স্বাদের ধারাবাহিক। ব্যতিক্রম ঘটেনি এবারও। সম্প্রতি বাংলায় আসে ব্লুজ প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক। লড়াকু মেয়ে, চোখে তার আকাশছোঁয়া স্বপ্ন এবং বুকে একরাশ আশা নিয়ে বাঁচে সে। তাকে কেন্দ্র করেই, বরং বলা যেতে পারে তার নামেই নামাঙ্কিত এই ধারাবাহিকের।
হ্যাঁ ঠিকই ধরেছেন ধারাবাহিকটির নাম যোগমায়া। গত মার্চ মাস থেকে সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়। মুখ্য চরিত্রের নামেই নামকরণ হয়েছে ধারাবাহিকটির।
আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরফিনকে রেহান চ্যাটার্জি ভূমিকায় এবং নেহা আমনদীপকে যোগমায়ার ভূমিকায়। এছাড়াও রয়েছেন ভাস্কর চ্যাটার্জী ,অনন্যা বিশ্বাস, কৌশিক ব্যানার্জি এবং চাঁদনী সাহার মতন নামজাদা কলাকুশলীরা।
যোগমায়া ডিএস কলোনির এক সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। চোখে তার ইউপিএসসি ক্র্যাক করার স্বপ্ন। অপরদিকে রেহান সম্ভ্রান্ত বাণিজ্যিক পরিবার চ্যাটার্জি পরিবারের পুত্র। পিতা রাজেশ্বর চ্যাটার্জির সাথে পুত্র রেহান চ্যাটার্জীর সম্পর্ক অত্যন্ত তিক্ত। পিতা রাজেশ্বর রেহানের নামে ডিএস কলোনি লিখে দেয়।
রাজেশ্বর চ্যাটার্জি ডিএস কলোনি ভেঙে গুড়িয়ে দিয়ে হসপিটাল বানানোর পরিকল্পনা করে। অন্যদিকে রেহান কলোনিবাসীর কোনো ক্ষতি হতে দেবে না প্রতিজ্ঞা করে। অন্যদিকে সম্ভ্রান্ত পরিবারের পুত্র হলেও রেহান বাকি পাঁচটা মধ্যবিত্ত পরিবারের সাথে ডিএস কলোনিতে মিলেমিশে থাকে।
সেখানে যোগমায়ার লড়াই, কলোনির মানুষের পাশে দাঁড়ানো সবটা দেখে সেই যোগমায়াকে মনে মনে ভালোবেসে ফেলে। চ্যাটার্জি পরিবারে যখন রেহান ও রেমার বিয়ে তথা ‘ডিল’ নিয়ে আনন্দের আমেজ ঠিক তখনই রেহান যোগমায়াকে বিয়ের প্রস্তাব দিলে যোগমায়া কিছুটা সংকটের মধ্যেই প্রস্তাবে রাজি হয়।
যোগমায়ার কাছে একদিকে, ডি এস কলোনির ৭৯১ একজন মানুষের প্রাণ অন্যদিকে তার নিজের স্বপ্ন, সে রেহানের সাথে বিয়ের সময়ও একই কথা ভাবে, রেহান তাকে প্রতারিত করবে না তো! নাকি সত্যি এই বিয়ের মধ্যেও কোথাও ভালোবাসা লুকিয়ে আছে নাকি এটি শুধুই ডিএস কলোনীকে বাঁচানোর ডিল। যোগমায়ার এখনো অজানা সে রাজেশ্বর চ্যাটার্জির ছেলেকে বিয়ে করল।
সব সত্যি জানার পর কী হবে যোগমায়ার পরবর্তী পদক্ষেপ? রেমার সাথে রেহানের বিয়ে না হওয়ায় কী করবে ক্ষিপ্ত রেমা? রেহান ডি এস কলোনি যোগমায়ার নামে লিখে দেওয়ার পর কি হবে যোগমায়ার পরবর্তী পদক্ষেপ? সমস্ত প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ‘যোগমায়া’ ঠিক সন্ধে ৬ টায়।