Katrina Kaif Pregnant: অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! রিপোর্টের তথ্য সত্যি?

দিনকয়েক আগেই স্বামীর জন্মদিন উদযাপন করেছেন লন্ডনের মাটিতে। সপ্তাহ না ঘুরতেই ফের চর্চার শিরোনামে দম্পতি। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার নাকি মা হতে চলেছেন!

অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন বছর আড়াই আগে। তখন থেকে প্রায়শই ভক্তদের চর্চায় থাকেন এই দম্পতি। ক’দিন আগেই ভিকির জন্মদিন উদযাপন করেছেন বিদেশে। ভিকির হাসিমুখের ছবিও ক্যাটরিনা পোস্ট করেছিলেন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সম্প্রতি লন্ডনে থাকাকালীনই ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিকি-ক্যাটের প্রথম সন্তানের জল্পনা আরো একটু উস্কে দিয়েছে সেই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় একসঙ্গে হেঁটে যাচ্ছেন দম্পতি। সেই ভিডিওতেই নাকি ক্যাটরিনার বেবি-বাম্প দেখতে পেয়েছেন অনেকে। তাঁর পরনের ‘ওভারসাইজড কোট’ নজর কেড়েছে সকলেরই। অনেকেই বলছেন, সংবাদমাধ্যমকে এড়াতেই হয়ত বিদেশে পাড়ি দিয়েছেন ‘অন্তঃসত্ত্বা’ ক্যাটরিনা। সেই সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে আরো জানা গিয়েছে, দম্পতির ঘনিষ্ঠ একজন নাকি সিলমোহরও দিয়েছেন এই খবরে।

২০২১ সালে বিয়ে করেছিলেন অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজের ছোটবেলার ভালবাসাকেই স্ত্রী’র মর্যাদা দিয়েছিলেন অভিনেতা। তবে প্রথম সন্তানের এই জল্পনা আদৌ সত্যি না গুজব, সে কথা জানাননি তাঁরা। কিছুদিন আগে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গর্ভাবস্থার কথাও জানা গিয়েছিল একটি রিপোর্ট থেকেই। পরবর্তীকালে, সে খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।
এবারেও কি দেখা যাবে সেই ঘটনার পুনরাবৃত্তিই? সেই আলোচনাই করছেন এখন ভক্তরা। ভক্তদের আশা, সত্যিই হয়ত নতুন অতিথি আসতে চলেছে ভিকি-ক্যাটের ‘লাল-নীল সংসারে’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top