Ajogya: আসবে ‘অযোগ্য’র সিক্যোয়েল! কী বলছেন পরিচালক?

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অযোগ্য’ মুক্তি পেয়েছে, সপ্তাহও ঘোরেনি। তার মধ্যেই জল্পনা চলছে সেই ছবির সিক্যোয়েলের। সত্যিই কি আসবে ‘অযোগ্য’র সিক্যোয়েল?

কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। চিরকালই দর্শকদের পছন্দের তালিকার প্রথম সারিতে থাকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। নয় নয় করে, এতদিনে ঊনপঞ্চাশটি ছবিতে জুটি বেঁধে ফেলেছেন তাঁরা। সেই জুটির পঞ্চাশতম ছবি হল ‘অযোগ্য’। সে ছবি নিয়ে যে মাতামাতি হবেই, সে তো স্বাভাবিক। অন্যান্য ছবিগুলোর মত, কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতেও ছিল এক অন্যরকম সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প। দর্শকেরা ইতিমধ্যেই বেশ ভালবেসেছেন এই ছবিকে।

‘অযোগ্য’ ছবির শেষটুকু অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মত। মানে ‘শেষ হয়েও হইল না শেষ’ আর কি! ‘অযোগ্য’র শেষ দৃশ্যে রয়েছে আরেক নতুন শুরুর আভাস। তাহলে কি সত্যিই আসতে চলেছে এই ছবির সিক্যোয়েল! সম্প্রতি এক নামী সংবাদপত্র জানাল এক নতুন খবর। জানা গিয়েছে, ‘অযোগ্য’র সিক্যোয়েল আনার পরিকল্পনা রয়েছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের।

তিনি জানিয়েছেন, ‘গল্পটাই তো শেষ হচ্ছে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনাকে জিইয়ে রেখে। যেন কোনও অধ্যায়ের একটি চ্যাপ্টার শেষ হল। পাতা উল্টোলেই নয়া চ্যাপ্টার।’ পরিচালক এও জানান, ‘নিয়মিত ওয়েব সিরিজ দেখার অভ্যেস তৈরি হওয়ার পর থেকে চট করে কোনও গল্পের শেষ দেখে ফেলতে খানিক অপছন্দ করছেন দর্শক। শেষের পরেও আরও কিছু খোঁজার জন্য চেষ্টা করেন দর্শক।’ সেইজন্যই হয়ত শেষের পরে গল্প বলতে কিছুটা বাকি রেখেছে ‘অযোগ্য’।

প্রসেন-পর্ণাকে ফের পর্দায় দেখতে দর্শক নিচয়ই উৎসুক। তবে সে কথাও মাথায় রেখেছেন পরিচালক। জানিয়েছেন, ‘মোটামুটি গল্প তো একটা ভাবা রয়েছে। এবার দর্শক যেমন চাইবে, ‘অযোগ্য’-র সিক্যোয়েলের কাজও সেই গতিতে এগোবে।’

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top