Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

Keu Janbe Na: ‘অযোগ্য’র নতুন গানে অরিজিৎ-ইন্দ্রদীপ যুগলবন্দী

ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায়, এমনকি তাঁর পরিচালিত ছবিতে এর আগে শোনা গিয়েছে অরিজিৎ সিংয়ের গান। বাংলা সঙ্গীতপ্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে সে গান। কৌশিক গাঙ্গুলীর আগামী ছবি ‘অযোগ্য’র নতুন গান ‘কেউ জানবে না’, দর্শকদের কাছে ফের তুলে আনল এই যুগলবন্দীকে।

ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এই গানের কথা লিখেছেন স্বয়ং পরিচালক। সাড়ে তিনমিনিটের এই গান শ্রোতাদের মন কেড়েছে মুক্তির সঙ্গে সঙ্গেই। পুরনো সব কথা যদি ফেলে দেওয়া যায়, সত্যিই কি কেউ জানতে পারে না সেই কথাগুলো! নাকি সমুদ্র একদিন ঠিক ফিরিয়ে দেয় সব! জন পালের গিটার এবং সন্দীপন গাঙ্গুলীর বাঁশি যোগ্য সঙ্গত দিয়েছে ‘কিং অব মেলোডি’র কণ্ঠের সঙ্গে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও গানের ভিডিওতে দেখা মিলেছে লিলি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য্যের। বৃষ্টির দিনে মুক্তি পাওয়া এই গানের প্রশংসায় ইতিমধ্যেই ভরে গিয়েছে কমেন্ট সেকশন। দিনদশেক আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। প্রায় মিনিটতিনেকের ট্রেলারে ফুটে উঠেছিল বন্ধুত্ব, সম্পর্ক, ভালবাসা, বিরহের একটুকরো ছবি।
চিরকালই দর্শকদের পছন্দের তালিকার প্রথম সারিতে থাকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। নয় নয় করে, এতদিনে ঊনপঞ্চাশটি ছবিতে জুটি বেঁধে ফেলেছেন তাঁরা। এবার পঞ্চাশতম ছবিতে তাঁরা কাজ করতে চলেছেন কৌশিক গাঙ্গুলীর হাত ধরে। বহু আগেই প্রসেনজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছিলেন, চলচ্চিত্রের ইতিহাসে এ ঘটনা প্রথম। কোনো জুটি একসঙ্গে পঞ্চাশতম কাজ করছে, এমন নজির নেই বলেই জানিয়েছিলেন তিনি।

ইন্দ্রদীপ দাশগুপ্ত ছাড়াও ছবির সঙ্গীত পরিচালনার ভার রয়েছে অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য্যের ওপর। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের হাতে। ‘অযোগ্য’র সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন উজান গাঙ্গুলী। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি বড়পর্দায় আসতে চলেছে আগামী ৭ই জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।