Tekka: প্রকাশ্যে ‘টেক্কা’য় দেবের লুক, ছবির বাকি শ্যুটিং কবে?

ঘাটালের ভোটপর্ব সমাধা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নির্বাচনের আগে, প্রচারের সময়কার ব্যস্ততাও তাই বেশ কমে গিয়েছে তাঁর। ভোট মিটতেই ফের অভিনয়ে মনোনিবেশ করেছেন সুপারস্টার দেব।

গতকাল আগামী সিনেমায় নিজের লুকের একটি ছবি তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন সুপারস্টার। আর তারপরেই ছুটির দিন একেবারে জমে গিয়েছে ভক্তদের। নিজের ছবির ক্যাপশনে দেব লিখেছেন, ‘পুজোয় আমরা আসছি’। নীচে ‘টেক্কা’র নামও উল্লেখ করেছেন তিনি। তারপর থেকেই খুশীতে মজেছে ভক্তরা। এর আগে ছবির শ্যুটিংয়ের বেশ কিছু দৃশ্য ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এই প্রথম নিজের লুক স্বয়ং শেয়ার করলেন অভিনেতা।

সৃজিত মুখার্জীর সঙ্গে এর আগেও দেব কাজ করেছেন ২০১৬ সালে, ‘জুলফিকর’ ছবিতে। ‘টেক্কা’র হাত ধরে ফের ফিরে এল সেই পরিচালক-অভিনেতা জুটি। ‘টেক্কা’য় ছবির নায়িকা হিসেবে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। লেদার জ্যাকেট এবং ছোট চুলে সম্পূর্ণ অন্য অবতারে এ ছবিতে ধরা দিতে চলেছেন তিনি। ছবির শ্যুটিং শুরু হয়েছিল বছরের প্রথমেই। বেশীরভাগ দৃশ্যের শ্যুটিং হয়েও গিয়েছে আগেই। কিন্তু ভোট সংক্রান্ত ব্যস্ততার জেরে মাত্র একদিনের কাজ বাকি রয়ে গিয়েছে। সেটুকুই এবার সেরে নিতে চলেছেন তিনি।

‘টেক্কা’র প্রথম পর্বের শ্যুটিং শেষ হওয়ার পরে, ‘টিম টেক্কা’র ছবি পোস্ট করেছিলেন দেব-সৃজিত দু’জনেই। তখনই হ্যাশট্যাগে ২০২৪ সালের দুর্গাপুজোর কথা লেখেন সৃজিত। বোঝাই যাচ্ছে, ‘টেক্কা’ আসতে চলেছে এই বছরেরই দুর্গাপুজোয়। সৃজিত মুখার্জীর অন্যান্য ছবিগুলোর মতই ‘টেক্কা’ও যে বাঙালীকে ফের একবার হলমুখী করতে চলেছে, তা বলাই বাহুল্য।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top