ইদানীং টালিগঞ্জের বহু অভিনেতা-অভিনেত্রীকেই দেখা যায় বলিপাড়ায়। বাংলা ছবির পাশাপাশি পাল্লা দিয়ে হিন্দি ছবিতে অভিনয় করছেন তাঁরা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরেক সুসংবাদ।
বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে একটা বড় নাম খরাজ মুখোপাধ্যায়। হাসির চরিত্রে অভিনয় করতে তিনি সিদ্ধহস্ত। তবে কেবলই হাসির চরিত্রে নয়, ‘সিরিয়াস’, ওজনদার, এমনকি নেতিবাচক চরিত্রেও তিনি সমান স্বচ্ছন্দ। বাংলা ছবির জগতের এই অন্যতম জাদুকরকেই ফের একবার দেখা যেতে চলেছে বলিউডের কোর্টরুম ড্রামায়। জানা গিয়েছে, এক বাঙালির চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির সঙ্গে দেখা যাবে তাঁকে।
নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেই ছবিতে তাঁর হাতে দেখা যাচ্ছে একটি কফিমগ। সেই কফিমগের উপরেই লেখা রয়েছে এই সুখবরের ইঙ্গিত। কফিমগের উপরে লেখা ‘Jolly LLB 3’। ছবির ক্যাপশনে খরাজ মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘My new journey started in hindi today.’
তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে এর আগে দুটো ছবিতে অভিনয় করেছেন খরাজ। তবে আরশাদ ওয়ারসির সঙ্গে এই ছবিতেই প্রথম কাজ করতে চলেছেন তিনি। খরাজ জানিয়েছিলেন, হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ এলেও, নিজের সম্মান বা স্বাচ্ছন্দ্যকে কোনোভাবেই আপোষ করবেন না তিনি। তবে সেটে গিয়ে খুবই খুশী অভিনেতা।
প্রথমদিনের শ্যুটিংয়ের পরে কলকাতায় ফিরে এসেছেন খরাজ মুখোপাধ্যায়। এরপরে বেশ কয়েকবার বাইরে যেতে হবে তাঁকে। জানা গিয়েছে, আজমীরের পর মুম্বই, দিল্লিতে হবে শ্যুটিংয়ের কাজ। তবে কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি, সে বিষয়ে এখনো জানা যায়নি কিছুই।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।