সোহাগ চাঁদ : কঙ্কাল রহস্য উন্মোচন হবে কীভাবে!

‘সোহাগ চাঁদে’ কঙ্কাল-কান্ড!

হরিপুরের বিধায়ক দুর্যোধন মন্ডল নক্কারজনক কাজে যার জুড়ি মেলা ভার। মানুষের সুযোগ নিয়ে প্রতারণা করা যার একমাত্র লক্ষ্য, এটা দুর্যোধনের স্বভাব। এমনকি দুর্যোধন চাঁদের বাড়িও বাজেয়াপ্ত করে। দুর্যোধনের কবল থেকে বাড়ি ছাড়ানোর জন্য সোহাগ-চাঁদ দুর্যোধনের কীর্তি-কলাপ নিয়ে তদন্ত শুরু করে, কারণ তাদের হাতে আসে একটা মোক্ষম অস্ত্র যেটা দুর্যোধনের অতীতের সাথে যুক্ত।

তাদের তদন্তে উঠে আসে কাবেরি মন্ডলের মৃত্যু-রহস্য। কে এই কাবেরী মন্ডল? শোনা যায়, দুর্যোধন নাকি তার প্রথম স্ত্রী-কে খুন করেছিলেন।

শাপে বর হয় যখন বিধায়ক দুর্যোধনের বাড়ির উঠোনের মাটি খুঁড়ে পাওয়া যায় একটি কঙ্কাল!

এই কঙ্কাল-ই কি করবে দুর্যোধনের পাপের যবনিকা উন্মোচন?

রহস্য হচ্ছে আরো গভীর, চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়, ‘সোহাগ চাঁদ’।

Author

Scroll to Top