Entertainment

বাংলায় সাফল্য়ের পর এবার ভিন রাজ্যে পাড়ি ‘পারিয়া’র

তথাগত মুখার্জি পরিচালিত বিক্রম চ্যাটার্জি অভিনীত নতুন ছবি “পারিয়া” মুক্তির পর থেকে বাংলা সিনেমার জগতে বেশ আলোড়ন ফেলেছে এই ছবি। বাংলায় বক্স অফিসে বেশ সাফল্যের পর এবার “পারিয়া” আগামী ১লা মার্চ ২০২৪ ভারতের বিভিন্ন রাজ্যেও রিলিজ করছে।

মুম্বই, নভি মুম্বই, দিল্লী, হায়দ্রাবাদ, ব্যঙ্গালোর, ত্রিপুরা,পুনে,
গৌহাটি-সহ আরো অনান্য জায়গায়। বলাই বাহুল্য, “পারিয়া” এর এই সাফল্যে বাংলা সিনেমার জন্য এক ভালো মূহুর্ত।

সিনেমাতে অভিনেতা বিক্রম চ্যাটার্জি কে দেখা গিয়েছে পুরোপুরি একটি action হিরো হিসাবে। পথকুকুর দের নিয়ে এই পরিচালক তথাগত মুখার্জির এই ছবি সমাজের এক আলাদা দিক তুলে ধরেছে। বাংলায় মুক্তির পর সিনেমাহলে দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছে এই ছবি। মুক্তির পরে বাংলার একাধিক সিনেমাহল হাউসফুল হয়েছে, দর্শকদের আলাদা উন্মাদনা দেখা গিয়েছে। এবারে পালা বাংলার বাইরে ভারতের অন্যান্য সিনেমাহলে ব্যাবসা করার।

পরিচালক তথাগত মুখার্জি জানান “এই ছবি সমাজের ছবি। এই পৃথিবীতে সবার সমান অধিকার রয়েছে। একজন মানুষের যেমন অধিকার রয়েছে, তেমন একটা পথকুকুরের ও সমান অধিকার রয়েছে। বাংলাতে যেমন দর্শকদের ভালোবাসা পেয়েছি, আশা করছি ভারতের অন্যান্য রাজ্যে এই ছবি সমান ভালোবাসা পাবে”।

Author