কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন ছবি ‘লহরী’

আপনি যদি নিয়মিত বাংলা ছবি দেখে থাকেন, তবে নিশ্চয়ই জানেন, গ্রামবাংলার সৌন্দর্য্য সেসব ছবির পর্দায় ফুটে ওঠে প্রায়শই। কিন্তু সেই সৌন্দর্য্যই যদি হয়ে ওঠে ছবির কেন্দ্রবিন্দু, তাহলে কেমন হয় বিষয়টা! উড়িষ্যার প্রত্যন্ত গ্রামবাংলাকে কেন্দ্রে রেখে ওড়িয়া ভাষায় একটি নতুন ছবি তৈরী করেছেন পরিচালক অমর্ত্য ভট্টাচার্য্য।

ছবির নাম ‘লহরী’। উড়িষ্যার মনোমুগ্ধকর নৈসর্গিক সৌন্দর্য্যই এই ছবির মূল চরিত্র। ছবিটির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবির কাহিনী অনুযায়ী, উড়িষ্যার কিছু অপূর্ব সুন্দর অথচ দুর্গম, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যান ক’জন বিদেশী পর্যটক। তাঁরা ঘুরে বেড়ান সেখানে। প্রাণভরে অনুভব করেন প্রকৃতিকে। প্রত্যন্ত অঞ্চলে কীভাবে গড়ে ওঠে ইকো-ট্যুরিজম, সে গল্পও বলবে এই কাহিনী। তবে ‘লহরী’ কিন্তু একেবারেই তথ্যচিত্র নয়, এই ছবির স্তরে স্তরে লুকিয়ে আছে গল্প।

এবার সেই নতুন ছবি ঘিরেই সুখবর। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে অমর্ত্য ভট্টাচার্য্য পরিচালিত এই ছবি। এর আগেও দু’বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর দুটি ছবি (Adieu Godard ও Runanubandha)। পুরস্কৃত হয়েছে তাঁর ছবি ‘Adieu Godard’। এ প্রসঙ্গে ছবির পরিচালক 71/1 MB-কে জানান, ‘KIFF-এর সঙ্গে আমার একটা আত্মিক যোগ রয়েছে। যে বারোটা ছবি প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে, তার মধ্যে লহরী আছে, এটা খুবই আনন্দের। বাঙালি দর্শক ও ফেস্টিভ্যালের দর্শককে ছবিটি দেখাতে পারার একটা অন্যরকম মজা আছে। আর আমার মনে হয়, এ ছবি অনেককেই স্পর্শ করবে।’

ছবিটি প্রযোজনা করেছেন ঝিলিক ভট্টাচার্য্য। চৌধুরী জয়প্রকাশ দাশ, চৌধুরী বিকাশ দাশ, স্ম্রুতি মহলা, দীপান্বিত দাশমহাপাত্র, সুশান্ত মিশ্র, স্বস্তিক চৌধুরী প্রমুখ অভিনয় করেছেন এই ছবিতে। কিশলয় রায়ের সুরে ছবিতে গান গেয়েছেন গৌরব আনন্দ এবং নব্য জয়িতী। তবে ছবির কাহিনী, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা সকল দায়িত্বই সামলেছেন পরিচালক স্বয়ং।
ছবির গল্পের সারল্যে আত্মবিশ্বাসী পরিচালক। মানুষের ভালবাসার পাশাপাশি এবারেও কি ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ ছিনিয়ে আনতে পারবে তাঁর ছবি? উত্তর দেবে সময়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top