বিজয় ইয়েলাকান্তি পরিচালিত ‘মা কালী’ ছবিটি চর্চার কেন্দ্রে ছিল বহুদিন। তবে এবার কোনো বিতর্কের হাত ধরে নয়, সম্প্রতি সে ছবি সকলের নজর কাড়ল বিশ্বের দরবারে, গোয়া চলচ্চিত্র উৎসবে। IFFI গোয়া চলচ্চিত্র উৎসবে সম্পন্ন হল এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিজয় ইয়েলাকান্তি, প্রধান অভিনেতা অভিষেক সিং, ছবির গায়ক ও সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার, বিখ্যাত সঙ্গীত পরিচালক কুনাল ভার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত, ডিজিপি গোয়া, এবং বাংলার রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস।
এই ছবিটি একটি সত্য ঘটনা, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ অবলম্বনে তৈরী। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট অবিভক্ত বাংলার বুকে ঘটে গিয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। সাম্প্রদায়িক কিছু মানুষ নির্বিচারে হত্যা করতে শুরু করেছিলেন অন্য সম্প্রদায়ের মানুষদের। বেধেছিল রক্তক্ষয়ী দাঙ্গা। গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই দাঙ্গা বন্ধ হলেও, তার ক্ষত নিজের বুক থেকে মুছে ফেলতে পারেনি কলকাতা। সেই ভয়ানক স্মৃতিকে ঘিরেই বোনা হয়েছে ‘মা কালী’র গল্প।
মুখ্য চরিত্রে অভিষেক সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় বাঙালি তারকা অভিনেত্রী রাইমা সেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘চোখের বালির পর এই ছবি আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট।’
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আরেক বঙ্গসন্তান অনুরাগ হালদার। তিনি জানান, ‘এইরকম একটি অনুষ্ঠানে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়াটা খুব সম্মানের। ছবির গানগুলো গেয়েছেন সোনু নিগম, কৈলাশ খের ও আমি। আশা করছি গানগুলো সবার খুব ভালো লাগবে। এই ছবিতে বাংলার অনেক ইতিহাস দেখানো হয়েছে। সেগুলো মানুষের মন কেড়ে নেবে।’
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।