নিরুপম দত্তের একটি ফিচার ফিল্মের মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রথম পা রাখতে চলেছে প্রযোজনা সংস্থা ‘মুসাফির স্টোরিজ’। জমজমাট অনুষ্ঠানে লঞ্চ হল তাদের নতুন ছবি ‘মহারাজ’-এর ট্রেলার।
গতকাল, ২৩শে এপ্রিল, ক্যালকাটা কমেডি কোম্পানিতে অনুষ্ঠিত হয়েছে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতা চক্রবর্তী, শৌর্য্যদীপ্ত মুখার্জী, গৌরব মুখোটি-সহ ছবির কলাকুশলীরা। নিরুপম দত্ত পরিচালিত ‘মহারাজ’ একেবারেই গতে বাঁধা কোনো ছবি নয়। ভারতীয় চলচ্চিত্রকে হয়ত নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে এই ছবি।
সল্টলেকের তরুণ দম্পতি রাহুল-নন্দিনী দু’জনেই কর্মরত। কাজের সুবিধার জন্য তারা খোঁজ শুরু করে এক গৃহসহায়কের। কিন্তু তারা কাউকে খুঁজে পাওয়ার আগেই, মহারাজ নামে রহস্যজনক এক অচেনা ব্যক্তি এসে উপস্থিত হয় তাদের কাছে। বেশ কিছু অসঙ্গতি সত্ত্বেও, রাহুলের জোরাজুরিতেই তাকে কাজে বহাল করে নন্দিনী।
কিন্তু কিছুদিনের মধ্যেই ছাঁটাই হয় মহারাজ। আর সেই রাতেই তিনজায়গায় ঘটে বিস্ফোরণ। কে এই মহারাজ! কেনই বা ভুয়ো পরিচয়ে আশ্রয় নিয়েছিল সে? নন্দিনী কি কোনোদিন অকারণ দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইতে পারবে তার কাছে!
সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ‘মুসাফির স্টোরিজ’ প্রযোজিত ‘মহারাজ’। ছবিতে অভিনয় করবেন অমৃতা চক্রবর্তী, শৌর্য্যদীপ্ত মুখার্জী, গৌরব মুখোটি প্রমুখ। পরিচালনার পাশাপাশি ছবির মিউজিকের দায়িত্বেও রয়েছেন নিরুপম দত্ত।
জানা গিয়েছে, আগামী ৩রা মে, বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। আশা করা যায়, অন্যধরনের এই পটভূমির উপর তাদের কাজ জনপ্রিয়তা পাবে দর্শকমহলে।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।