EntertainmentTollywood

Ritwick-Isha: খুনের চেষ্টা-পরকীয়ার সন্দেহে জট বাড়ছে রহস্যের!

রাত পোহালেই নতুন বছরের আগমন। তার আগে, গতকাল, ৩০শে ডিসেম্বর থ্রিলার সিনেমাপ্রেমীদের জন্য এসেছে নতুন ‘সারপ্রাইজ’। মুক্তি পেয়েছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত, ঋত্বিক-ঈশার আগামী ছবি ‘অপরিচিত’-র ট্রেলার।

মাত্র মিনিটদুয়েকের এই রুদ্ধশ্বাস ট্রেলারে ফুটে উঠেছে আংশিক স্মৃতি হারানো এক ব্যক্তির মানসিক টানাপোড়েন। বিদেশের মাটিতে মধুচন্দ্রিমায় গিয়েছে রঞ্জন (ঋত্বিক চক্রবর্তী) এবং অদিতি (ঈশা সাহা)। সেখানেই প্রাণঘাতী এক হামলা হয়েছিল রঞ্জনের উপর।

প্রাণে বাঁচলেও, ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্মৃতি। পরিচিত মানুষদের, এমনকি নিজের স্ত্রীকেও অপরিচিত বলে মনে হচ্ছে তার। প্রাণপণে স্মৃতির কুঠুরির শূণ্যস্থান পূরণ করার চেষ্টা করছে সে। সেইসঙ্গে সে ভুগছে সন্দেহের রোগেও। কী রহস্য লুকিয়ে আছে এই আক্রমণের পিছনে, কে-ই বা এই আক্রমণের জন্য দায়ী, তা তদন্তের ভার পুলিশ অফিসার অভীকের (অনির্বাণ চক্রবর্তী) হাতে।

টানটান এই থ্রিলার কাহিনীতে ঋত্বিক, ঈশা, অনির্বাণ ছাড়াও এই সিরিজে দেখা মিলবে সাহেব ভট্টাচার্য (অরণ্য) এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের (শুভঙ্কর ভাদুড়ি)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক। রিমো ও নীলাঞ্জন মণ্ডলের কথায়, শুভম মৈত্রের সুরে, গানটি গেয়েছেন দেব অরিজিৎ।

গতমাসেই জানা গিয়েছিল, বেশ কিছু নতুন ছবি আসছে Eskay Movies-এর প্রযোজনায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘অপরিচিত’ও ছিল সেই তালিকায়।

ছবির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন শুভম মৈত্র। Eskay Movies প্রযোজিত, রহস্যে মোড়া এই ছবি আসতে চলেছে ২০২৫ সালের ১০ই জানুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।