Padatik Release Date: স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘পদাতিক’!

‘পদাতিক’-স্রষ্টা মৃণাল সেনের জীবননির্ভর ছবি সৃজিত মুখার্জীর ‘পদাতিক’। মৃণাল সেনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির টিজার। ছবির শুভমুক্তির দিনেও থাকছে বিশেষত্ব। স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেতে চলেছে এই ছবি।

আজ, ২রা জুলাই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। প্রাপ্তবয়স্ক এবং বর্ষীয়ান মৃণাল সেনের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবিতে মৃণাল সেন-এর ছ’টি লুকে দেখা যেতে চলেছে তাঁকে। মৃণাল সেন-এর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে। মৃণাল সেনের তিনটি বয়সের প্রতিমূর্তি ফুটে উঠেছে ছবির পোস্টারে।
টিজার মুক্তি পাওয়ার পরে, মিনিটদেড়েকের ঝলকেই দেখা গিয়েছিল, মৃণাল সেনের দেহভঙ্গিমা, বাচনভঙ্গি সবটাই দক্ষতার সঙ্গে নিজের মধ্যে ধারণ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কেবল চঞ্চল-কোরকেই আটকে নেই পরিচালক সৃজিত মুখার্জীর ম্যাজিক। সলিল চৌধুরীর কম্পোজিশনে শৈলেন্দ্রর লেখা গান ‘তু জিন্দা হ্যায়’ থাকছে এই ছবিতে। সোনু নিগম এবং অরিজিৎ সিংয়ের কণ্ঠে শোনা যাবে এই ‘ডুয়েট’। গত ৮ই জুন সকাল দশটায়, নবীনা সিনেমায় মুক্তি পেয়েছিল গানটি। ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে এই গান।

পঁচানব্বই বছরের জীবনে ‘কলকাতা ট্রিলজি’ (ইন্টারভিউ, কলকাতা ৭১, পদাতিক), ‘ভুবন সোম’, ‘নীল আকাশের নীচে’-সহ বহুসংখ্যক ভিন্নধারার ছবি তিনি বানিয়েছেন। বিয়ে করেছিলেন অভিনেত্রী গীতা সোমকে। সৃজিতের ছবিতে গীতা সোমের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মনামী ঘোষ। ছবিতে সত্যজিৎ রায় -এর ভূমিকায় থাকছেন জিতু কমল। এছাড়াও সম্রাট চক্রবর্তীকেও দেখা যেতে চলেছে ‘পদাতিক’-এ। এই ছবিতে শোনা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কম্পোজিশনও। এই ছবির জন্য গান বাঁধছেন কবীর সুমনও। ছবির আবহ তৈরীর কাজ করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

‘বিগ স্ক্রিন প্রোডাকশনস হাউজ’-এর সহযোগিতায় এই ছবি নিবেদন করছে ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে এই ছবি। ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে আসবে। সাদা-কালো ফ্রেমে গানের দৃশ্য দেখতে দেখতে দর্শক হারিয়ে যেতেই পারেন মৃণাল-যুগে। বড়পর্দায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ই আগস্ট।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top