সেঞ্চুরি হাঁকাল দেব-এর ‘প্রধান’

বাংলা ছবি প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে, এমন খবর পাওয়া যায় না সচরাচর। তবে যে গুটিকয় ছবি ১০০ দিনের ধারপাশ মাড়ায়, সেই ছবিগুলোর তালিকায় এবার নতুন সংযোজন ‘প্রধান’।

যেসময়ে হিন্দি বা দক্ষিণী ছবিতেই মেতে রয়েছে বঙ্গসমাজ, সেই যুগেও দর্শকের হৃদয়ে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছে সুপারস্টার দেবের ‘প্রধান’। অভিজিৎ সেন পরিচালিত এই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল মুক্তির পর থেকেই।
দেবের জন্মদিনে অর্থাৎ ২৫শে ডিসেম্বর, টনিক-প্রজাপতির হাউজফুল শোয়ের সংখ্যাকেও মাত দিয়েছিল এই ছবি। ডিসেম্বরের শেষে এ ছবি মুক্তি পেয়েছিল গোটা দেশ জুড়ে।

১০০ দিন পার হওয়ার সংবাদে স্বাভাবিকভাবেই আনন্দ ছড়িয়ে পড়েছে কলাকুশলীদের মধ্যে। সুপারস্টারের এই সাফল্যে আবেগে ভাসছেন তাঁর ভক্তরাও। কেক কেটে এই আনন্দ উদযাপন করেছেন ছবির কলাকুশলীরা। সুপারস্টার দেব এদিন বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমার টিমের প্রতি, আমার বিশ্বাস ছিল আমার দর্শকদের প্রতি। আমি জানতাম, তাঁদের ভাল লাগলে তাঁরা সিনেমাটা রেফার করবেন বাকীদের। আর আজ সিনেমাটা টানা ১০০দিন ধরে সিনেমাহলে চলছে।’

অথচ প্রথমদিকে শো পেতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল এই ছবির নির্মাতাদের। তিনদিনের মধ্যে ভাল ব্যবসা না করতে পারলে, শো বন্ধ করে দেওয়ার চ্যালেঞ্জও নিতে হয়েছিল তাঁদের। কিন্তু দিনশেষে শেষ হাসি হেসেছেন দেব-অতনু-অভিজিৎই।
শো বন্ধ করা তো দূর, একের পর এক শো হাউজফুল হয়েছে ‘প্রধান’-এর। ব্যবসা ছুঁয়েছে প্রায় দু’কোটির অঙ্ক। আর এখন, সেঞ্চুরির এই রঙিন পালকও জুড়ল কলাকুশলীদের সাফল্যের মুকুটে।

দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মিঠাই-খ্যাত সৌমিতৃষাকে। এছাড়াও ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সোহম চক্রবর্তীর মত অভিনেতারা।
এ বছরেও, ভক্তদের নতুন দুটো ছবি উপহার দিতে চলেছেন সুপারস্টার। তবে, ‘খাদান’ নয়, বড়দিনে সৃজিত মুখার্জী পরিচালিত ‘টেক্কা’ই হতে চলেছে অভিনেতার তুরুপের তাস।

 

 

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top