Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

Pushpa 2: ফিরছে ‘পুষ্পারাজ’, অ্যাকশনের জোয়ারে ভাসল ট্রেলার

দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দারুণ সাফল্যের পর থেকেই তার সিক্যোয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটির জন্য অপেক্ষা করে রয়েছেন বহু অনুরাগী। এতদিন পর তাঁদের সকলের মুখে ফুটল হাসি। গতকাল, ১৮ই নভেম্বর, মুক্তি পেল ছবিটির ট্রেলার।

পুষ্পার দিনমজুর থেকে গ্যাংস্টার হয়ে ওঠার জার্নিটা মুগ্ধ করেছিল ভক্তদের। এবার চিত্রনাট্যে মশলার পরিমাণ আরো বেশী। কেবল অ্যাকশন নয়, ছবির ট্রেলার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আল্লু-রশ্মিকার বিভিন্ন মুহূর্ত। আকর্ষণীয় সংলাপও ভাইরাল হয়েছে ট্রেলারমুক্তির সঙ্গে সঙ্গেই। ট্রেলারে পুষ্পার নিজের গলাতেই শোনা যাচ্ছে দুর্দান্ত সব সংলাপ। গোটা দুনিয়ার কাছে সে গ্যাংস্টার হলেও, স্ত্রীর কথা সে অমান্য করে না কখনো। নিজের পাওনা সে ছাড়ে না একআনাও। পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষেও নির্ভীক, দৃঢ়চিত্ত সে।
গতকাল পাটনার গান্ধীময়দানে ছিল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা। এমনকি তাঁদের দেখার উত্তেজনায় কিছুটা বিশৃঙ্খলাও সৃষ্টি হয় সেখানে। তবে এসবের মধ্যে দিয়েও একটা বার্তা স্পষ্ট, দর্শকমনে স্থায়ীভাবে নিজের জায়গা করে নিয়েছে পুষ্পারাজ। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা ছাড়াও, পুলিশের চরিত্রে ফাহাদ ফাসিলকে ফের দেখা যাবে ‘পুষ্পা’র সিক্যোয়েলে।
মিথ্রি মুভি মেকার্স ও সুকুমার রাইটিংস প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে বাংলাসহ একাধিক ভাষায়। যেকোনো ছবি আঞ্চলিক ভাষায় ডাবিং করা হলে, স্বাভাবিকভাবেই আবেদন বাড়ে তার। তবে ‘পুষ্পা’-নির্মাতারা আরো একধাপ উপরে। কেবল ছবি নয়, ‘পুষ্পা ২’-র টাইটেল ট্র্যাকও মুক্তি পেয়েছিল বিভিন্ন আঞ্চলিক ভাষায়। বাংলা ভাষায় এ গানের কথা লিখেছিলেন জনপ্রিয় লেখক, কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছিলেন আরেক জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।
বহু আলোচিত এই গানের মতই যে ঝড় তুলতে চলেছে এই ছবি, সে কথা প্রমাণ হওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা। আগামী ৫ই ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।