Live Entertainment & Love Lifestyle

Entertainment

বলিউড এ নতুন রামায়ণ! রণবীর – রাম, রকি ভাই – রাবন,পল্লবী – সীতা

অনেক দিন ধরেই বলিউডের অলিতে গলিতে উড়ে বেড়াচ্ছে এই গুজব। নীতিশ তেওয়ারির রামায়ণে রামকে, রাবণকে, সীতাকে এই নিয়ে নানান কল্পনা-জল্পনা। কখনো উঠে এসেছে হৃত্বিক রোশন এর নাম, আবার কখনো বা দীপিকার নাম। সিনেমাপ্রেমীদের কৌতূহল ছিল তুঙ্গে। এখনো পর্যন্ত ছবির কাস্টিং নিয়ে কোন অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। কিন্তু সমস্ত তথ্য ও সূত্র এদিকেই ইঙ্গিত দিচ্ছে, রাম হতে চলেছেন রণবীর কাপুর, রাবণ রকিং স্টার যশ এবং সীতা হচ্ছেন সাই পল্লবী।

হলিউড এর বিখ্যাত সঙ্গীত নির্দেশক হান জিমার যিনি জ্যাক স্প্যারো, গ্ল্যাডিয়েটর, ইন্টারস্টেলার, ডার্ক নাইট, ডিউন এর মত মাস্টারপিস ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, সাথে থাকছেন এ আর রহমান। ছবি তে হলিউড এর ওয়ার্নার ব্রাদার্স সহ প্রযোজক হিসেবে থাকবে ও বিদেশে ছবির ডিস্ট্রিবিউশন এর দায়িত্ব নিতে চলেছে, ভি এফ্ এক্স এর মান কিরম হতে চলেছে তা এই ছবির অন্য এক আন্তর্জাতিক মানের প্রযোজক ডি এন ই জি এর নাম শুনেই বোঝা যায়। যে সংস্থা সাম্প্রতিক সময়ে সাতটা অস্কার পেয়েছে।
ছবির অফিসিয়াল পোস্টার ১৭ই এপ্রিল (রামনবমী) প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। ছবির সেট থেকে কিছু লিকড ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল। রণবীর কাপুর ইতিমধ্যেই নিজেকে  রামের চরিত্রে ফুটিয়ে তোলার জন্য তীরন্দাজির প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। এটি একটি ট্রিলজি হতে চলেছে। যেখানে প্রথমভাগে রামের বাল্যকাল দেখানো হবে বলে মনে করা হচ্ছে।
রামায়ণের মত বহু প্রচলিত একটা গল্প ভালভাবে উপস্থাপিত না করার জন্য ‘আদিপুরুষ’ বক্স অফিসে ও সমালোচক মহলে ভয়াবহ ফল করে। দর্শকদেরও হতাশ হতে হয়। নীতিশ তেওয়ারির কাজের ওপর দর্শকরা বারবারই ভরসা জুগিয়েছে। এখন শুধু পোস্টার, টিজার, ট্রেলারের অপেক্ষা। ছবিটি ২০২৫ সালে আসার সম্ভাবনা রয়েছে।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।