আলোর কোলে পরিবারে বৈশাখী হুল্লোড়!

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে নববর্ষ অন্যতম প্রধান উৎসব। নতুন বছরে নতুন নতুন জামা কাপড় খাওয়া দাওয়া হই-হুল্লোড় এছাড়াও মাথায় আসে বাঙালির হালখাতার কথা এবং লক্ষ্মী গণেশ পূজা। জি বাংলার আলোর কোলে ধারাবাহিক তার ব্যতিক্রম নয়। বাঙালিআনায় ভরপুর ধারাবাহিকের মুখ্য চরিত্রের নাম রাধা।

বিভিন্ন রকম ভাবে সে সেন-ম্যানশন কে সব সময় মাতিয়ে রেখেছে। এইবার সে বাড়িতে ধুমধাম করে নববর্ষের পুজোর আয়োজন করতে শুরু করে বসুন্ধরার সাহায্যে।  এছাড়াও মিটিঝরা ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র রাই এবং মন দিতে চাই ধারাবাহিকের তিতির তার পাশে বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাধা তার স্বামী আদিত্যর ফ্যামিলি বিজনেস এবং পরিবারের মঙ্গলের জন্য হালখাতা ও লক্ষী গণেশ পুজোর আয়োজন করতে শুরু করে।

সে জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছে সহ কার কাছে কই মনের কথা পরিবারকেও আমন্ত্রণ জানায় সেন ম্যানসনের পুজোতে। নাচ গানে বিভিন্ন রকমের খেলায়,কম্পিটিশনে সেন ম্যানশন আনন্দে উৎসবের আমেজে মেতে ওঠে। এই আনন্দ উৎসবের মাঝেই মেঘা রাধাকে বিপাকে ফেলে ফলে স্বাভাবিকভাবেই আদিত্য এবং রাধার কপালে চিন্তার ভাঁজ।

মেঘা কি রাধাকে বিপদে ফেলতে সক্ষম হবে? রাধার পাশে কিভাবে তার বন্ধুরা দাঁড়াবে? নাকি আদিত্য এবং রাধা উভয়ের পাশে থেকে বিপদ থেকে মুক্ত হবে? জানতে দেখুন আলোর কোলে বৈশাখী হুল্লোড় পর্ব আগামীকাল রাত ৯ টা থেকে ১১ টা।

Author

Scroll to Top