Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

‘অযোগ্য আমি’র রক ভার্সন মাতালেন রূপম-অনুপম-প্রসেনজিৎ ত্রয়ী

আচ্ছা, আপনি কি রূপম ইসলামের ভক্ত? ভক্ত অনুপম-রূপম যুগলবন্দীরও? তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনি শুনেই ফেলেছেন এই গানটা। কথা হচ্ছে, ‘অযোগ্য আমি’র নতুন রক ভার্সনটা নিয়ে।

দিনকয়েক আগেই মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অযোগ্য’ ছবির টাইটেল ট্র্যাক ‘অযোগ্য আমি’। অনুপম রায়ের কথায়, সুরে বাঁধা সেই গান গেয়েছিলেন স্বয়ং অনুপমই। গতকাল, ২রা জুন, রবিবার, মুক্তি পেয়েছে বহুলজনপ্রিয় এই গানের রক ভার্সন। অনুপম-রূপম যুগলবন্দীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। এর আগে, অনুপম রায়ের কম্পোজিশনে একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন বাংলার রকস্টার। ফের সেই যুগলবন্দী পেয়ে স্বাভাবিকভাবেই খুশী ভক্তেরা।

রূপমের এই গানের ভিডিওতে কিন্তু দেখা যায়নি ছবির কোনো দৃশ্য। বরং অনুপম রায়, রূপম ইসলাম এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকের চোখকে যেন আটকে রেখেছিলেন স্ক্রিনে। কয়েকমুহূর্তের উপস্থিতিতেও সাবলীল ভঙ্গিমায় চোখ টেনেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে কেবল অনুপম-রূপম, প্রসেনজিৎ কিংবা ঋতুপর্ণাই নন, ‘অযোগ্য আমি’র রক ভার্সনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম আরো বেশ কিছু ম্যাজিক।
উদাহরণস্বরূপ, ফোটোগ্রাফার প্রশান্ত কুমার সুরের কথাই ধরা যাক! ‘ফসিলস’-এর অফিসিয়াল ফোটোগ্রাফার তিনি। ‘অযোগ্য আমি’র এই নতুন ভার্সনের সিনেমাটোগ্রাফির দায়িত্ব ছিল তাঁর ওপরেই। সঙ্গে ছিলেন সুমন মাজি এবং বিশ্বজিৎ সরকার। তাঁদের ক্যামেরার অসামান্য কোণে ধরা পড়েছে রূপম-অনুপম-প্রসেনজিৎ, ত্রয়ীর মিষ্টি রসায়ন।

চিরকালই দর্শকদের পছন্দের তালিকার প্রথম সারিতে থাকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। সেই জুটির পঞ্চাশতম ছবির ট্রেলারে ফুটে উঠেছিল বন্ধুত্ব, সম্পর্ক, ভালবাসা, বিরহের একটুকরো ‘ফ্রেম’। কোনো জুটি একসঙ্গে পঞ্চাশতম কাজ করছে, এমন নজির নেই বলেই জানিয়েছিলেন নির্মাতারা। অনুপম রায় ছাড়াও ছবির সঙ্গীত পরিচালনার ভার রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রণজয় ভট্টাচার্য্যের হাতে।
‘অযোগ্য’র সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন উজান গাঙ্গুলী। আর মাত্র পাঁচদিন পরেই শুভমুক্তি ঘটবে ‘অযোগ্য’র। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি বড়পর্দায় আসতে চলেছে আগামী ৭ই জুন।

 

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।