মেট গালা ২০২৪-এ আলিয়া ভাটের পোশাক নিয়ে চর্চা তুঙ্গে। অন্যধাঁচের এই ফ্যাশন অনুষ্ঠানে শাড়ী পরে আলোচনার কেন্দ্রবিন্দু দখল করেছেন অভিনেত্রী। কিন্তু সেই শাড়ী তৈরীর কারিগর, বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জীও কিন্তু পিছিয়ে নেই একেবারেই।
কেবল আলিয়া ভাটের শাড়ীই তৈরী করেননি তিনি, তৈরী করেছেন এক উদাহরণ। গতকাল, ৭ই মে, ভারতের প্রথম ডিজাইনার হিসেবে মেট গালার ফ্যাশন শো-তে কার্পেটে হাঁটলেন বঙ্গসন্তান সব্যসাচী মুখার্জী। সাদাঘেঁষা শার্টপ্যান্টের সঙ্গে তাঁর পরনে ছিল লম্বাঝুলের এমব্রয়ডারি করা কোট। তাঁর কালেকশনের বেশ কিছু জাঙ্ক জুয়েলারীও ব্যবহার করেছিলেন তিনি।
নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতেই ভাইরাল হয়েছে সেই ছবি। পোস্টে লেখা রয়েছে, ‘Sabyasachi wears an embroidered cotton duster coat from the Sabyasachi Resort 2024 collection layered with tourmalines, pearls, emeralds and diamonds from Sabyasachi High Jewellery.’
সব্যসাচী মুখার্জীর এই দুর্দান্ত পদক্ষেপ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটাগরিকদের। অভিনেত্রীদের বিভিন্ন পোশাক মেট গালার অনুষ্ঠানে নানা সময়ে নানাভাবে উঠে আসে আলোচনায়। এবারেও সব্যসাচী মুখার্জীর মস্তিষ্কপ্রসূত, আলিয়া ভাটের শাড়ীটি ছিল চর্চায়। বহু প্রান্তিক কুটিরশিল্পের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়েছিল এই শাড়ী। শাড়ীটায় ঐতিহ্যের পাশাপাশি ছাপ রয়েছে আধুনিকতারও।
সব্যসাচী মুখার্জীর ডিজাইনে প্রায়শই সেজে ওঠেন মডেল-অভিনেত্রীরা। বঙ্গসন্তান হয়েও তিনি দাপটের সঙ্গে কাজ করে চলেছেন মায়ানগরীর বুকেও। কিন্তু ডিজাইনারদের ভবিতব্য কি কেবলই নেপথ্যের নায়ক হয়ে থাকা!
তাঁদের তৈরী পোশাক স্থান পাবে মঞ্চে, অথচ দূরে সরিয়ে রাখা হবে ডিজাইনারদেরকেই? সেদিন হয়ত সত্যিই শেষ এবার। ডিজাইনিংয়ের পাশাপাশি, সকলের মনের প্রচ্ছন্ন স্টিরিওটাইপ ভেঙে তিনি যে ফ্যাশন ডিজাইনারদের ফ্যাশনের মঞ্চের দিকে কয়েক কদম এগিয়ে দিলেন, তা বলা যায় নির্দ্বিধায়।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।