প্রকাশ্য দিনের আলোতে সলমন খানের বাড়ির সামনে চলল গুলি !

রবিবার ভোরে বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে। মুম্বই পুলিশ ওই অজানা বন্দুকবাজদের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার মামলা নথিভুক্ত করেছে, এটিএস এবং এনআই সংস্থা দুটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে।

লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোই, সলমন খানকে সতর্ক করেছেন যে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়িতে রবিবারের হামলা ছিল “প্রথম এবং চূড়ান্ত সতর্কতা”।

 সিসিটিভিতে দেখা গিয়েছে, মাথায় টুপি এবং পিঠে ব্যাগ বহন করা দুই ব্যক্তি, ফুটেজে অভিনেতার বাসভবনের
তাদের দিকে গুলি চালাতে দেখা গেছে। সন্দেহভাজনদের মধ্যে একজন কালো জ্যাকেট এবং ডেনিম প্যান্টের সাথে একটি সাদা টি-শার্ট পরেছিল, অন্যজন ডেনিম প্যান্টের সাথে একটি লাল টি-শার্ট পরেছিল।
সন্দেহভাজনের মধ্যে প্রথম আসে বিশালের নাম। বিশাল, ওরফে কালু, বিষ্ণোই গ্যাংয়ের উল্লেখযোগ্য সদস্য। গুরুগ্রাম এর ব্যবসায়ী শচীন মুঞ্জালের মার্চে খুনের ঘটনায় বিশাল টপ ওয়ান্টেড। বিশাল ও তার সঙ্গী রায়গড় জেলা থেকে একটি সেকেন্ড-হ্যান্ড বাইক কিনেছিল। পানভেল থেকে ওই বাইকে তারা মুম্বই গিয়েছিলেন।
আনমোল বিষ্ণোই তার ফেসবুক পোস্টে আরও লেখেন “আমরা শান্তি চাই। যদি একমাত্র উপায় যুদ্ধ হয়, তবে তাই হোক। সলমন খান, আমরা আপনাকে শুধুমাত্র একটি ট্রেলার দেখিয়েছি যাতে আপনি আমাদের শক্তির মাত্রা বুঝতে পারেন। এটাই প্রথম এবং শেষ সতর্কতা।” 

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top